ট্রপােস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কেন?

ট্রপােস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কেন? Class 10 | Geography | 3 Marks

উত্তর: ট্রপােস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা হ্রাস পাওয়ার কারণ : ট্রপােস্ফিয়ারে অর্থাৎবায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে বায়ুর উষ্ণুতাহ্রাস পায়। একে বলে তাপমাত্রার স্বাভাবিকহ্রাসহার তাপমাত্রা হাসের এই হার হল প্রতি 1000 মিটারে প্রায় 6.4 °সে। ট্রপােস্ফিয়ারে। এইভাবে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা হ্রাস পাওয়ার কারণ হল

১। ওপরে বিকিরণ কম: সূর্যতাপে বায়ুমণ্ডল সরাসরি বিশেষ উষ্ণ হয়। সূর্যতাপে প্রথমে ভূপৃষ্ঠ উয় হয় এবং পরে ওই  উষ্ণ ভূপৃষ্ঠ থেকে তাপ বিকিরণের মাধ্যমে বায়ুমণ্ডল উষ্ণ হয়। এজন্য ভূপৃষ্ঠ থেকে ক্রমশ ওপরের দিকে  উষ্ণতা কমে যায়। 

২। বায়ুর ঘনত্ব কম: ভূপৃষ্ঠ থেকে যত ওপরে ওঠা যায় বায়ুর ঘনত্ব তত কমে যায় বলে বায়ুর তাপধারণ ক্ষমতাও হ্রাস পায় এর ফলে ক্রমশ ওপরে  উষ্ণতাও হ্রাস পেতে থাকে। 

৩। বিকীর্ণ তাপ কম পোঁছােনাে: ভূপৃষ্ঠ থেকে বিকীর্ণ তাপের খুব কম অংশই ওপরে পৌঁছােনাে।

৪। তাপশােষণ কম: ওপরের বায়ুতে ধূলিকণা ও জলীয় বাষ্প কম থাকে বলে ওই বায়ুর তাপশােষণ ও সংরক্ষণ ক্ষমতাও কম।

৫। বায়ুস্তর পাতলা: বায়ুস্তর ক্রমশ ওপরের দিকে পাতলা হয়ে যায়। তাই ঊর্ধ্বের বায়ু তাড়াতাড়ি প্রসারিত হয় এবং তাপ বিকিরণ করে শীতল হয়।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

4 thoughts on “ট্রপােস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কেন?”

Leave a Comment