ট্রপিক চলন ও ন্যাস্টিক চলনের বৈশিষ্ট্য লেখাে

ট্রপিক চলন ও ন্যাস্টিক চলনের বৈশিষ্ট্য লেখাে Class 10 | Life Science (জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্নয়) | 5 Marks

উত্তর:-

ট্রপিক চলনের বৈশিষ্ট্য: ট্রপিক চলনের সাধারণ বৈশিষ্ট্যগুলি হল— 

1) এইপ্রকার চলন উদ্ভিদ-অঙ্গের বক্রতা সৃষ্টির মাধ্যমে ঘটে। 

2) বিভিন্ন প্রকার বহিস্থ উদ্দীপক, যেমন—আলাে, জল, অভিকর্ষ প্রভৃতির গতিপথ বা উৎস দ্বারা এই চলন নিয়ন্ত্রিত হয়। 

3) ট্রপিক চলন উদ্ভিদের বর্ধনশীল অঙ্গ, যেমন—মূল, কাণ্ড, শাখাপ্রশাখা প্রভৃতিতে ঘটে থাকে। 

4) ট্রপিক চলনে হরমােনের প্রভাবে উদ্ভিদ-অঙ্গের বৃদ্ধি ঘটে, তাই একে বৃদ্ধিজনিত আবিষ্ট বক্ৰচলন বলে।

ন্যাস্টিক চলনের বৈশিষ্ট্য: ন্যাস্টিক চলনের সাধারণ বৈশিষ্ট্যগুলি হল— 

1) এইপ্রকার চলন বহিস্থ উদ্দীপকের প্রভাবে রসস্ফীতি জনিত তারতম্যের দ্বারা উদ্ভিদ অঙ্গের বক্রতা সৃষ্টির মাধ্যমে ঘটে। 

2) আলাে, উষ্ণতা, স্পর্শ বা আঘাত, রাসায়নিক পদার্থ প্রভৃতি উদ্দীপকের প্রভাবে এইপ্রকার চলন ঘটে। 

3) ন্যাস্টিক চলন উদ্দীপকের তীব্রতার দ্বারা নিয়ন্ত্রিত হয়।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment