Class 12 Class 12 Education উচ্চশিক্ষার ক্ষেত্রে শিক্ষক সম্পর্কে বিশ্ববিদ্যালয় কমিশনের সুপারিশগুলি উল্লেখ করাে।

উচ্চশিক্ষার ক্ষেত্রে শিক্ষক সম্পর্কে বিশ্ববিদ্যালয় কমিশনের সুপারিশগুলি উল্লেখ করাে।

উচ্চশিক্ষার ক্ষেত্রে শিক্ষক সম্পর্কে বিশ্ববিদ্যালয় কমিশনের সুপারিশগুলি উল্লেখ করাে।  Class 12 | Education | 8 Marks

উত্তর:

উচ্চশিক্ষার ক্ষেত্রে শিক্ষক সম্পর্কিত বিশ্ববিদ্যালয় কমিশনের সুপারিশসমূহ

কোনাে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার উপযুক্ত মান, সাফল্য ইত্যাদি নির্ভর করে রাগ্য, প্রতিভাবান এবং উপযুক্ত শিক্ষক-শিক্ষিকার ওপর। কমিশনের মতে, বিদ্যালয়ের সংস্কার ও উন্নতির জন্য প্রয়ােজন জ্ঞানীগুণী সুশিক্ষক, যারা নার্থীদের প্রকৃত মানুষ হয়ে ওঠার জন্য তাদের চরিত্র গঠনে সহায়তা রবেন। কমিশন মেধার ভিত্তিতে যােগ্যতাসম্পন্ন শিক্ষক নিয়ােগের পক্ষে। মতামত দিয়েছে।

      কমিশন লক্ষ করেছিল—সরকার শিক্ষাখাতের চেয়ে অন্যান্য খাতে অনেক বেশি অর্থ ব্যয় করছে। ফলে প্রতিভাবান, সুযােগ্য শিক্ষক-শিক্ষিকাকে বিশ্ববিদ্যালয় এবং মহাবিদ্যালয়ের শিক্ষকতার কাজে আকর্ষণ করাও সম্ভব হচ্ছে না। সামগ্রিকভাবে বিশ্ববিদ্যালয় তার জাতীয় জীবনের যােগ্য ভূমিকা পালনে ব্যর্থ হচ্ছে। তাই রাধাকৃষ্ণণ কমিশন শিক্ষা সংশ্লিষ্ট বিষয়ে কতকগুলি সুপারিশ করে | সেগুলি হল— 

[1] অর্থাভাব দুরীকরণ: সরকারকে যে-কোনাে মূল্যেই হােক না কেন, বিশ্ববিদ্যালয়ের অর্থাভাব দূরীকরণে সচেষ্ট হতে হবে। 

[2] শিক্ষক-শিক্ষিকাকে স্বীকৃতিদান: মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় স্তরে যােগ্য শিক্ষক-শিক্ষিকার গুরুত্ব ও তাদের দায়িত্বকে স্বীকৃতি দিতে হবে৷ 

[3] শিক্ষক নিয়ােগ: বিশ্ববিদ্যালয় স্তরে উপযুক্ত সংখ্যক অধ্যাপক, রিডার, লেকচারার ও ইনস্ট্রাকটর নিয়ােগের ব্যবস্থা করতে হবে।

[4] রিসার্চ ফেলাে নিয়ােগ: প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে কয়েকজন করে রিসার্চ ফেলাে নিয়ােগের ব্যবস্থা করতে হবে। 

[5] শিক্ষকদের পদোন্নতি: শিক্ষাগত যােগ্যতা ও মেধার ভিত্তিতে শিক্ষকশিক্ষিকাদের পদোন্নতির ব্যবস্থা করতে হবে। 

[6] শিক্ষকদের বেতন কাঠামাে 

i. বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বেতন কাঠামাে হবে নিম্নরূপ

অধ্যাপক900 – 50 – 1350 টাকা
রিডার600 – 30 – 900 টাকা
লেকচারার300 – 25 – 600 টাকা
ইনস্ট্রাকটর250 টাকা
রিসার্চ ফেলাে250 – 25 – 500 টাকা

ii. মহাবিদ্যালয় শিক্ষকদের বেতন কাঠমাে হবে নিম্নরূপ

a) স্নাতকোত্তর পাঠের ব্যবস্থা আছে এমন মহাবিদ্যালয়ে 

অধ্যক্ষ800 – 40 – 1000 টাকা।
সিনিয়র লেকচারার500 – 25 – 800 টাকা (দুজন)
লেকচারার250 – 15 – 310 -20 – 400 – 25 – 500 টাকা

b) স্নাতকোত্তর পাঠের ব্যবস্থা নেই এমন মহাবিদ্যালয়ে

অধ্যক্ষ600 – 40 – 800 টাকা
সিনিয়র লেকচারার400 – 25 – 600 টাকা (দুজন)
লেকচারার200 – 15 – 320 – 20 – 400 টাকা

[7] শিক্ষকদের পদোন্নতির হার: কমিশনের মতে, মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় স্তরে পদোন্নতির ক্ষেত্রে সিনিয়র ও জুনিয়র শিক্ষকের হার। হবে 1:2। 

[8] অন্যান্য বিষয়: যােগ্য শিক্ষক যাতে নির্বাচিত হয়, তার জন্য কর্তৃপক্ষকে বিশেষভাবে নজর দিতে হবে। এ ছাড়া মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষাকর্মীদের প্রভিডেন্ট ফান্ড, ছুটি ও কর্মের সময় নির্ঘণ্ট বিষয়ক শর্তাদি সুষ্ঠুভাবে যাতে প্রণয়ন করা হয়, তার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে৷

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment

error: Content is protected !!