উনিশ শতকে ভারতের জাতীয়তাবাদী চেতনায় ইউরােপীয় প্রেক্ষিত বর্ণনা করাে। 

প্রশ্ন – উনিশ শতকে ভারতের জাতীয়তাবাদী চেতনায় ইউরােপীয় প্রেক্ষিত বর্ণনা করাে। 4 Marks/Class 10

উত্তর:

ভূমিকা : উনিশ শতকের দ্বিতীয়ার্ধে ইউরােপ ও বহির্বিশ্বের নানা ঘটনাবলি ভারতবাসীর মনে জাতীয়তাবাদী চেতনার সঞ্চার করেছিল। যেমন — 

১.আমেরিকার স্বাধীনতা যুদ্ধ : ১৭৭৬ খ্রিস্টাব্দে আমেরিকার ঔপনিবেশিকদের ইংল্যান্ডের অধীনতা ছিন্ন করে স্বাধীনতা ঘােষণার ঘটনা ভারতীয়দের উজ্জীবিত করেছিল।

২. ফরাসি বিপ্লব : ফরাসি বিপ্লবের সাম্য, মৈত্রী ও স্বাধীনতার আদর্শ ভারত-সহ গােটা বিশ্বের পরাধীন জাতিকে আশার আলাে দেখিয়েছিল। 

৩. ইতালি ও রাশিয়ার জাতীয়তাবাদী আন্দোলন : ইতালির ঐক্য আন্দোলনে ম্যাসিনির আদর্শ, ক্যাভুরের দুরদর্শিতা এবং গ্যারিবন্ডির বীরত্ব ভারতবাসীকে অনুপ্রেরণা দিয়েছিল। রাশিয়ার নিহিলিস্ট আন্দোলনও ভারতীয়দের চেতনা জাগ্রত করতে সাহায্য করেছিল।।উপসংহার : ঐতিহাসিকদের মতে, ঊনবিংশ শতকে ইউরােপীয় আন্দোলনের ধারা থেকেই ভারতীয় জাতীয়তাবাদের সূচনা ঘটে। ভারতবাসী আত্মােপলদ্ধি করতে লাগল যে, তারাও একদিন পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তি পাবে।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment