উপগ্রহ চিত্রের গুরুত্ব কতখানি? Class 10 | Geography | 3 Marks‘
উত্তর: উপগ্রহ চিত্রের গুরুত্ব : উপগ্রহ চিত্রের গুরুত্ব অসীম। এই চিত্রের বিভিন্ন গুরুত্বগুলি হল
১) আবহাওয়া সংক্রান্ত তথ্য: এই চিত্র আবহাওয়ার পূর্বাভাসসহ, ঘূর্ণিঝড়ের গতিপ্রকৃতি সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা দেয়। এর ফলে ক্ষয়ক্ষতি এবং জীবনহানি রােধ করা যায়।
২) পরিবেশ, ভূমি ও সম্পদ সম্পর্কে ধারণা: উপগ্রহ চিত্র ভূসম্পদের জরিপ ও বণ্টনের প্রকৃতি নির্ধারণ করে। দুর্গম ও দুর্ভেদ্য এলাকার তথ্য সংগ্রহ এবং মানচিত্র তৈরি করা ছাড়াও উপগ্রহ চিত্র অরণ্যভূমি, শস্য উৎপাদন, মাটির প্রকৃতি, ক্ষয় ইত্যাদি সম্পর্কে ধারণা দেয়। এর ফলে পরিবেশ এবং ভূমির ব্যবহার সম্পর্কে আমাদের ধারণা স্পষ্ট হয়ে ওঠে। এর পাশাপাশি ভবিষ্যৎ ভূমি ব্যবহার সম্পর্কে পরিকল্পনা নেওয়া সহজ হয়।
৩) উন্নয়ন সংক্রান্ত কাজ: আঞ্চলিক উন্নয়ন সংক্রান্ত কাজে উপগ্রহ চিত্রের গুরুত্ব খুব বেশি।
৪) আগামী দিনের পরিকল্পনা: পরিবেশ, আবহাওয়া ও মহাকাশ বিজ্ঞানে উপগ্রহ চিত্রের ব্যবহার আগামীদিনে যেমন আমাদের পরিকল্পনা প্রস্তুতে সুবিধা দেবে তেমনই সম্পদের সুষ্ঠু ব্যবহারেও সাফল্য পাওয়া যাবে।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।