উপগ্রহের সেন্সরের শ্রেণিবিভাগ করাে। Class 10 | Geography | 3 Marks‘
উপগ্রহের সেন্সরের শ্রেণিবিভাগ: আলাের উৎস অনুসারে সেন্সরকে দুটি ভাগে ভাগ করা যায়
১) নিষ্ক্রিয় বা নিবৃত সেন্সর (passive sensor): এই সেন্সরগুলি দিনের বেলায় বস্তুর ওপর পতিত সূর্যালােকের প্রতিফলনের সাহায্যে বস্তুর তড়িৎচুম্বকীয় বিকিরণ গ্রহণ করে প্রতিকৃতি গঠন করে। যেমন— ফটোগ্রাফিক ক্যামেরা।
২) সক্রিয় সেন্সর (active sensor): এই সেন্সরগুলি নিজস্ব শক্তি (যেমন ব্যাটারি) বা আলাের সাহায্যে বস্তুর প্রতিফলন সংগ্রহ করে। এটি রাত্রিবেলায় শক্তির উৎস হিসেবে কাজ করে। যেমন— রেডার।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।