উপগ্রহ চিত্রে রঙের ব্যবহার সম্পর্কে লেখাে।
উপগ্রহ চিত্রে রঙের ব্যবহার সম্পর্কে লেখাে। Class 10 | Geography | 3 Marks‘
উপগ্রহ চিত্রের রঙের ব্যবহার : উপগ্রহ চিত্রে দুই ধরনের রং ব্যবহার। করা হয় ১) প্রকৃত রং এবং ২) ছদ্ম রং।
১) প্রকৃত রঙের ব্যবহার : ভূপৃষ্ঠস্থ বস্তুগুলিকে আমরা সাধারণ চোখে যে রঙে দেখতে পাই, সেই রঙেই যদি উপগ্রহ চিত্রে ও বস্তুগুলিকে উপস্থাপন করা হয়, তাহলে সেই উপগ্রহ চিত্র প্রকৃত রঙে উপস্থাপিত হয়েছে বলা যায়। এই ধরনের চিত্রে নীল, সবুজ, লাল তরঙ্গরশ্মি ও তাদের সমন্বয়কে ব্যবহার করে চিত্র প্রস্তুত করা হয়।
২) ছদ্ম রঙের ব্যবহার: যদি প্রকৃত রঙের বদলে অন্য রং দ্বারা ভূপৃষ্ঠস্থ বস্তুগুলিকে উপগ্রহ চিত্রে দেখানাে হয়, তাহলে চিত্রটিতে ছদ্ম রং ব্যবহার করা হয়েছে বলা হয়। যেমন—উদ্ভিদের রং সবুজের পরিবর্তে লাল বা লালচে রঙে প্রকাশ করা হয়
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।
Very nice job 👍