Class 10 Class 10 Geography উপগ্রহ চিত্রের প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করাে

উপগ্রহ চিত্রের প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করাে

উপগ্রহ চিত্রের প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করাে। অথবা, উপগ্রহ চিত্রের প্রধান তিনটি বৈশিষ্ট্য সংক্ষেপে আলােচনা করাে। Class 10 | Geography | 3 Marks

উপগ্রহ চিত্রের প্রধান বৈশিষ্ট্য: উপগ্রহ চিত্রের যেসব বৈশিষ্ট্যগুলি দেখা যায়, সেগুলি হল —

১) দূর সংবেদন ব্যবস্থা: কৃত্রিম উপগ্রহে সংস্থাপিত সংবেদকের সাহায্যে দূর থেকে বস্তুর সংস্পর্শে না এসেও সংগৃহীত তথ্য থেকে উপগ্রহ চিত্র পাওয়া যায়।
২) উন্নত প্রযুক্তি: এটি একটি অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর চিত্র।
৩) স্কেল: এই চিত্র সুনির্দিষ্ট স্কেলে তৈরি করা হয়।
৪) অক্ষাংশ ও দ্রাঘিমা: উপগ্রহ চিত্রে অক্ষাংশ ও দ্রাঘিমার বিস্তৃতি উল্লেখ থাকে।
৫) তারিখ, সময় ইত্যাদি: উপগ্রহ চিত্রে তথ্য সংগ্রহ এবং প্রকাশনার | তারিখ ও সময় আলাদা আলাদাভাবে উল্লেখ থাকে।
৬) সঠিক তথ্য: পৃথিবীপৃষ্ঠ ও বায়ুমণ্ডলের নানা তথ্য সঠিকভাবে পাওয়া যায়।
৭) ছবি তােলার সময: দিনের বেলায় সূর্যালােকের ওপর নির্ভর করে বস্তুর তড়িৎচুম্বকীয় বিকিরণকে কাজে লাগিয়ে ছবি তােলা যায়। রাতের বেলায় রেডারের সাহায্যে ছবি তােলা যায়।
৮) অন্যান্য: এ ছাড়া, উপগ্রহ চিত্রের সাহায্যে দ্রুত চিত্রগ্রহণ করা, দুর্গম অঞলে জরিপ করা ও আবহাওয়ার পূর্বাভাস পাওয়া সম্ভব।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment