উপকূল অঞলে বায়ুর কাজ বেশি কার্যকরী কেন? Class 10 | Geography | 3 Marks
উত্তর:-
উপকূল অঞ্চলে বায়ুর কাজ বেশি কার্যকরী হওয়ার কারণ: উপকূল অঞলে বায়ুর কাজ বেশি কার্যকরী হওয়ার কারণগুলি হল —
1. সমুদ্রতরঙ্গের ক্ষয়কাজ: সমুদ্রতরঙ্গের ক্ষয়কাজের ফলে তটভূমির শিলাসমূহ চূর্ণবিচূর্ণ হয়ে বালিতে পরিণত হয়। এজন্য সৈকতভূমিতে প্রচুর পরিমাণ আলগা বালি থাকে এবং সৈকতভূমি গঠনের অন্যতম উপাদানই হল বালি।
2. প্রবল বায়ুপ্রবাহ: উন্মুক্ত সমুদ্র সম্মুখে থাকে বলে উপকূল অঞ্চলে প্রায় সারাবছরই বায়ু বাধাহীনভাবে প্রবল বেগে প্রবাহিত হয়, যার মধ্যে থাকে তটভূমি থেকে সংগৃহীত বালি।
3. বালিপূর্ণ বায়: উপকূল অঞলের বালিপূর্ণ বায়ু সহজেই ক্ষয় ও সঞয় বা অধঃক্ষেপণের মাধ্যমে উপকূলে নানা ধরনের ভূমিরূপ গড়ে তােলে। এ ছাড়া উপকূল অঞ্চলে 4.বড়াে গাছের অভাব, 5. জোয়ারভাটার সক্রিয়তা প্রভৃতিও বায়ুর কাজে প্রভাব বিস্তার করে।
উদাহরণ—দিঘা ও কাথির উপকূলসহ ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলের বহু স্থানে বায়ুর কাজের বহু নিদর্শন আছে।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।