উপমহাদেশে নতুন পাথরের যুগের মানুষ কীভাবে ফসল উৎপাদন করতে শিখেছিল? Mark 3 | Class 6
উত্তর:-
নতুন পাথরের যুগে মেয়েরা ফলমূল জোগাড় করত। এইভাবেই একসময় মেয়েরা গাছপালা দেখে বুঝেছিল কীভাবে বীজ থেকে চারাগাছ হয়। তারা দেখেছিল চারাগাছ ধীরে ধীরে বড়াে গাছে পরিণত হয়। এভাবেই তারা কৃষিকাজ শিখেছিল বা ফসল উৎপাদন শিখেছিল।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।