উপনিবেশবাদ বলতে কী বোঝো | উপনিবেশবাদের সঙ্গে সাম্রাজ্যবাদের সম্পর্ক নির্ধারণ করো

উপনিবেশবাদ বলতে কী বোঝো ?
উপনিবেশবাদের সঙ্গে সাম্রাজ্যবাদের সম্পর্ক নির্ধারণ করো ?

উত্তর:

উপনিবেশবাদ

ল্যাটিন শব্দ Colonia থেকে ইংরেজি Colony শব্দটি এসেছে। Colony কথাটির বাংলা প্রতিশব্দ হলো উপনিবেশ। উপনিবেশ কথাটির মূল অর্থ হল – ‘মানব সমাজের স্থানান্তরিত একটি অংশ।’

সাধারণভাবে উপনিবেশবাদ হল একটি নির্দিষ্ট এলাকা বা ওই এলাকার জনসাধারণের উপর অন্য একটি শক্তির নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা। যার উদ্দেশ্য হল উপনিবেশিক দেশের কাঁচামাল ও প্রাকৃতিক সম্পদ আহরণের মাধ্যমে অর্থনৈতিক পোষণ। উপরন্তু উপনিবেশ স্থাপনকারী দেশের স্বার্থে উপনিবেশের বাজার ব্যবহার এবং উপনিবেশে নিজের দেশের রীতিনীতি, সংস্কৃতি এবং জীবন যাপন পদ্ধতির বিস্তার করা।

উনিশ শতকে ইউরোপের শক্তিশালী দেশ সমূহ অর্থাৎ ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, রাশিয়া প্রায় সমগ্র পৃথিবীকে তাদের উপনিবেশে পরিণত করেছিল‌।

উপনিবেশবাদের সঙ্গে সাম্রাজ্যবাদের সম্পর্ক:

সাদৃশ্য: উপনিবেশবাদের সঙ্গে সাম্রাজ্যবাদের সাদৃশ্য বা মিলগুলি হল –

(ক) নতুন দেশের বিস্তার: পঞ্চদশ-ষোড়শ শতাব্দীতে ভৌগোলিক আবিষ্কারের সূত্রে নতুন আবিষ্কৃত দেশগুলির সঙ্গে বাণিজ্য বাড়তে থাকায় দেশগুলি উপনিবেশে পরিণত হয়। উপনিবেশের সংখ্যা ও আয়তন বৃদ্ধি পেয়ে ধীরে ধীরে সাম্রাজ্যের রূপান্তরিত হয়।

(খ) আর্থিক শোষণ: উপনিবেশ হোক বা সাম্রাজ্য প্রতিষ্ঠা তার প্রধান উদ্দেশ্য হল আর্থিক শাসন প্রতিষ্ঠা করা। উপনিবেশিক শক্তিগুলির স্বার্থ-সংঘাতের ফলে যুদ্ধবিগ্রহ ঘটে। পরিনামে উপনিবেশ সাম্রাজ্যের রূপ লাভ করে এক উপনিবেশবাদ সাম্রাজ্যবাদে পরিণত হয়।

(গ) ক্ষমতা ও আধিপত্য: ক্ষমতা ও আধিপত্যের বাসনাই উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের মধ্যে কার সম্পর্কের অন্যতম মূলগত উপাদান।

বৈসাদৃশ্য: বৈসাদৃশ্য বা পার্থক্য গুলি হল –

(ক) ধারণার প্রাচীনত্ব: উপনিবেশবাদের ধারণা সাম্রাজ্যবাদের থেকে নতুন। পণ্ডিতদের মতে সাম্রাজ্যবাদের ধারণা বহু প্রাচীন।

(খ) রুপভেদ: উপনিবেশবাদের কোনো রূপভেদ নেই। অর্থনৈতিক সাম্রাজ্যবাদ, সাময়িক সাম্রাজ্যবাদ, সাংস্কৃতিক সাম্রাজ্যবাদ ইত্যাদি হল সাম্রাজ্যবাদের রূপভেদ।

(গ) লক্ষ্য: উপনিবেশ হল অনেক অংশে নিজের দেশের এক স্বাভাবিক বিস্তার বিশেষ। অন্যদিকে সাম্রাজ্যবাদের লক্ষ্য হল অপর কোন রাষ্ট্রের ভূখণ্ডের উপর নিজ আধিপত্য প্রতিষ্ঠা করা।

(ঘ) আধিপত্যের প্রকৃতি: মাতৃ দেশের সঙ্গে উপনিবেশের সম্পর্ক সাধারণত ভালবাসার হয়। অপরদিকে সাম্রাজ্যবাদের ক্ষেত্রে সাম্রাজ্যবাদী শক্তি গুলি উপনিবেশের অংশ হিসেবে নয়, বিদেশি শাসক হিসেবেই নিজেদের তুলে ধরে।

(ঙ) নিয়ন্ত্রণের কৌশল: উপনিবেশবাদী রাষ্ট্রের অনেক মানুষই উপনিবেশে বসবাস করে এবং উপনিবেশের রাষ্ট্র ব্যবস্থার উপর নিয়ন্ত্রণ কায়েম করতে শুরু করে। কিন্তু সাম্রাজ্যবাদের শক্তিধর দেশ সামরিক অভিযান দ্বারা অন্য কোন দেশ দখল করে সেখানে নিজে প্রত্যক্ষ শাসন প্রতিষ্ঠা করে।

Read Also

সাম্রাজ্যবাদ সম্পর্কে হবসন লেনিনের তত্ত্ব আলোচনা করো

উপনিবেশবাদ বলতে কী বােঝ | উপনিবেশ স্থাপনের কারণ গুলাে কি কি

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment