উষ্ণ মরু জলবায়ুর বৈশিষ্ট্য লেখাে।

উষ্ণ মরু জলবায়ুর বৈশিষ্ট্য লেখাে। Class 10 | Geography | 3 Marks

উত্তর: উষ্ণ মরু জলবায়ুর বৈশিষ্ট্য : 

) উষ্ণ মরু জলবায়ুর বৈশিষ্ট্যগুলি হল জলবায়ুর চরমতা: জলবায়ুর চরমভাব, উষ্ণ ও শুষ্ক বায়ুপ্রবাহ, বৃষ্টিহীনতা, বালিঝড় প্রভৃতি এখানকার জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য। 

২) গ্রীষ্মকালীন তাপমাত্রা : গ্রীষ্মে তাপমাত্রা 40° সে-45 °সে পর্যন্ত হয়। 

৩)  শীতকালীন তাপমাত্রা: শীতকালে তাপমাত্রা হয় গড়ে 15° সে-21 °সে। 

৪) দিন ও রাতের মধ্যে তাপমাত্রার প্রসর খুব বেশি (প্রায় 25° থেকে 40° সে)। 

৫) বৃষ্টিপাত: মরুভূমিতে বৃষ্টিপাত খুব কম হয়। বছরে বৃষ্টিপাত হয় 25 সেমির কম। কিছু মরু অঞলে দু-চার বছরে একবারও বৃষ্টিপাত হয় না।

 

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment