উষ্ণ স্রোত ও শীতল স্রোত কাকে বলে? উদাহরণ দাও। Class 10 | Geography (বারিমণ্ডল) | 3 Marks
উত্তর:-
উষ্ণ স্রোত: মহাসাগরগুলির ক্রান্তীয় অংশের বা উষ্ণমণ্ডলের উষ্ণ ও হালকা জল পৃষ্ঠপ্রবাহরূপে সমুদ্রের ওপরের অংশ দিয়ে শীতল মেরু অঞ্চলের দিকে প্রবাহিত হয়, তখন তাকে বলা হয় উষ্ণ স্রোত। সমুদ্রের ওপরের অংশ দিয়ে প্রবাহিত হওয়ার ফলে উষ্ণ স্রোতের আর-এক নাম হল পৃষ্ঠস্রোত বা বহিঃস্রোত (Surface Current)। উদাহরণ: উপসাগরীয় স্রোত।
শীতল স্রোত: উষ্ণমণ্ডলের জল যখন শীতল অঞ্চলের দিকে ধাবিত হয়, তখন সেই স্থানের শূন্যতা পূরণের জন্য মেরু অঞ্চলের শীতল ও ভারী জল সমুদ্রের নিম্নাংশ দিয়ে অন্তঃপ্রবাহরূপে উষ্ণমণ্ডলের দিকে বয়ে যায়, তখন তাকে বলা হয় শীতল স্রোত। সমুদ্রের তলদেশ দিয়ে প্রবাহিত হয় বলে শীতল স্রোতের আর-এক নাম অন্তঃস্রোত। উদাহরণ: ল্যাব্রাডর স্রোত।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।