উত্তর ভারতের সমভূমিতে সেচখাল প্রথা বেশি দেখা যাওয়া কারণ লেখ ?  

উত্তর ভারতের সমভূমিতে সেচখাল প্রথা বেশি দেখা যাওয়া কার লেখ ?   Class 10 | Geography | 3 Marks

উত্তর:-

উত্তর ভারতের সমভূমিতে সেচখাল প্রথা বেশি দেখা যাওয়া কারণ : দক্ষিণ ভারত থেকে উত্তর ভারতে বেশি সেচখাল দেখা যায়, কারণ— 

1. নিত্যবহ নদী : উত্তর ভারতের নদীগুলি হিমালয়ের বরফগলা জলে সৃষ্ট ও পুষ্ট। তাই এগুলি চিরপ্রবাহী। এইসব নদী থেকে কাটা খালগুলিতেও সারাবছর জলপ্রবাহ বজায় থাকে বলে কৃষিতে জলসেচ করা যায়। 

2. সমতল ভূমিভাগ : উত্তর ভারতের ভূপ্রকৃতি সমতল। তাই খাল খনন করা সুবিধাজনক। 

3. নরম মাটি : উত্তর ভারতের সমভূমি নরম পালিমাটি দিয়ে গঠিত। এইরকম মাটিতে খাল খনন করা সুবিধাজনক। 

4. বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনা : উত্তর ভারতের বহু নদীতেই বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনা গৃহীত হয়েছে। তাই এই পরিকল্পনার অধীনে অনেক খাল কাটা হয়েছে।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment