ওয়াহাবি আন্দোলনের উদ্দেশ্যগুলি আলােচনা করাে। 4 Marks/Class 10
উত্তর:–
ভূমিকা : অষ্টাদশ শতকে আরবের আবদুল ওয়াহাবের দ্বারা প্রভাবিত হয়ে উনিশ শতকের প্রথমার্ধে ভারতে শাহ ওয়ালিউল্লাহ ও রায়বেরিলির সৈয়দ আহম্মদ ভারতে ওয়াহাবি আন্দোলন শুরু করেন।
উদ্দেশ্য : ওয়াহাবি আন্দোলনের উদ্দেশ্যগুলি হল—
১) ইসলামের শুদ্ধিকরণ : ‘ওয়াহাবি’ শব্দের অর্থ হল নবজাগরণ, অর্থাৎ ইসলাম ধর্মের সমস্ত কুসংস্কার দূর করে ইসলাম ধর্মের শুদ্ধিকরণ করাই ছিল ওয়াহাবি আন্দোলনের মূল উদ্দেশ্য।
২) মহম্মদ নির্দেশিত পথ অনুসরণ : মহম্মদ নির্দেশিত পথ অনুসরণ করা, পয়গম্বরের পবিত্র বাণী ও আদর্শের আলােকে ভারতীয় মুসলমানদের পুনরুজ্জীবিত করা ছিল ওয়াহাবি আন্দোলনের অন্যতম উদ্দেশ্য।
৩) সামন্ততন্ত্র ও ব্রিটিশ-বিরােধী আন্দোলন : ওয়াহাবি আন্দোলন মূলত ধর্মসংস্কার আন্দোলন হিসেবে শুরু হলেও অচিরেই তা ব্রিটিশ-বিরােধী রাজনৈতিক রূপ ধারণ করে। সৈয়দ আহম্মেদ বলেন, ইংরেজ শাসনের ফলে ভারতবর্ষ ‘দার-উল-হারব’ বা বিধর্মীর দেশে পরিণত হয়েছে। একে ‘দার-উল-ইসলাম’ অর্থাৎ ইসলামের দেশে পরিণত করতে হবে।
৪) ইংরেজদের তাড়ানাে : ইংরেজ বণিকরা ভারতবর্ষ থেকে সম্পদ শােষণ করে এই দেশকে দরিদ্র করে দিচ্ছিল বলে ইংরেজদের বিতাড়িত করে ভারতবাসীকে বাঁচানাে ওয়াহাবি আন্দোলনের অন্যতম উদ্দেশ্য ছিল।
উপসংহার : প্রখ্যাত ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদারের মতে, ওয়াহাবি আন্দোলন কখনােই জাতীয় আন্দোলন ছিল না এবং এই আন্দোলনের চরিত্রও সাম্প্রদায়িকতা মুক্ত ছিল না, ইংরেজ শাসনের বদলে মুসলিম শাসন প্রতিষ্ঠা করাই ছিল এই আন্দোলনের মূল উদ্দেশ্য।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।