Class 10 Class 10 Geography ভাঙ্গার ও খাদারের মধ্যে পার্থক্য নিরূপণ করাে।

ভাঙ্গার ও খাদারের মধ্যে পার্থক্য নিরূপণ করাে। 

ভাঙ্গার ও খাদারের মধ্যে পার্থক্য নিরূপণ করাে।    Class 10 | Geography | 3 Marks

উত্তর:-

ভাঙ্গার ও খাদারের পার্থক্যসমূহ : ভাঙ্গার ও খাদারের পার্থক্যগুলি হল—

বিষয়ভাঙ্গারখাদার 
পরিচিতি উচ্চ গঙ্গা সমভূমির প্রাচীন পলিগঠিত অঞ্চল ভাঙ্গার নামে পরিচিত।উচ্চ গঙ্গা সমভূমির নবীন পলি দিয়ে গঠিত ভূমিভাগ খাদার নামে পরিচিত।
অবস্থান এই ধরনের ভূমি নদী থেকে কিছুটা দূরে অবস্থিত। এই ধরনের ভূমি নদীর কাছাকাছি অবস্থিত।
উর্বরতা প্রাচীন পলিগঠিত বলে এই মাটির উর্বরতা কম।নবীন পলিগঠিত বলে এই মাটির উর্বরতা বেশি।
প্লাবনভাঙ্গার অঞ্চল উঁচু বলে এখানে প্রতি বছর প্লাবন হয় না।খাদার অঞ্চল নীচু বলে প্রায় প্রতিবছরই প্লাবিত হয়।
প্রকৃতি প্রাচীন পলিগঠিত ভাঙ্গরের মাটি ক্ষয়প্রাপ্ত হয়।খাদার অঞ্চলে প্রতিবছর নতুন মাটি সঞ্চিত হয়।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment