ভাঙ্গার ও খাদারের মধ্যে পার্থক্য নিরূপণ করাে। Class 10 | Geography | 3 Marks‘
উত্তর:-
ভাঙ্গার ও খাদারের পার্থক্যসমূহ : ভাঙ্গার ও খাদারের পার্থক্যগুলি হল—
বিষয় | ভাঙ্গার | খাদার |
পরিচিতি | উচ্চ গঙ্গা সমভূমির প্রাচীন পলিগঠিত অঞ্চল ভাঙ্গার নামে পরিচিত। | উচ্চ গঙ্গা সমভূমির নবীন পলি দিয়ে গঠিত ভূমিভাগ খাদার নামে পরিচিত। |
অবস্থান | এই ধরনের ভূমি নদী থেকে কিছুটা দূরে অবস্থিত। | এই ধরনের ভূমি নদীর কাছাকাছি অবস্থিত। |
উর্বরতা | প্রাচীন পলিগঠিত বলে এই মাটির উর্বরতা কম। | নবীন পলিগঠিত বলে এই মাটির উর্বরতা বেশি। |
প্লাবন | ভাঙ্গার অঞ্চল উঁচু বলে এখানে প্রতি বছর প্লাবন হয় না। | খাদার অঞ্চল নীচু বলে প্রায় প্রতিবছরই প্লাবিত হয়। |
প্রকৃতি | প্রাচীন পলিগঠিত ভাঙ্গরের মাটি ক্ষয়প্রাপ্ত হয়। | খাদার অঞ্চলে প্রতিবছর নতুন মাটি সঞ্চিত হয়। |
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।