Class 12 Class 12 Education ভিন্ন সক্ষমতাসম্পন্ন শিশু কাদের বলে? এই ধরনের শিশু সম্পর্কে আধুনিক ব্যাখ্যা দাও।

ভিন্ন সক্ষমতাসম্পন্ন শিশু কাদের বলে? এই ধরনের শিশু সম্পর্কে আধুনিক ব্যাখ্যা দাও।

ভিন্ন সক্ষমতাসম্পন্ন শিশু কাদের বলে? এই ধরনের শিশু সম্পর্কে আধুনিক ব্যাখ্যা দাও l 1+3    Class 12 | Education (শিক্ষাবিজ্ঞান) | 4 Marks

উত্তর:-

ভিন্ন সক্ষমতাসম্পন্ন শিশু : 

[1] শিশুর ক্ষমতা (ability) কোনাে দিকে সাধারণ বা গড় থেকে নির্দিষ্ট মাত্রায় কম বা অধিক হলে, তাকে ব্যতিক্রমী বা ভিন্ন সক্ষমতাসম্পন্ন শিশু বলে।

[2] মনস্তত্ত্ববিদ বার্বের (Barbe) মতে, ব্যতিক্রমধর্মী বলতে সেই সমস্ত

শিশুদের বােঝায়, যারা সাধারণ বা স্বাভাবিকদের তুলনায় নির্দিষ্ট মাত্রায় ভিন্ন। এই ভিন্নতার কারণে তাদের জন্য বিদ্যালয়ে বিশেষ ধরনের শিক্ষার ব্যবস্থা করা প্রয়ােজন। 

ডিম সক্ষমতাসম্পন্ন শিশুর আধুনিক ব্যাখ্যা :
বর্তমানে ভিন্ন সক্ষমতাসম্পন্ন শিশু শব্দটি বিভিন্নভাবে ব্যবহৃত হয়, যেমন — ব্যাহত (impaired), অক্ষম (disabled) এবং প্রতিবন্ধী (handicapped)। শব্দ তিনটি ভিন্নধর্মীর প্রতিশব্দ হলেও ধারণাগত কিছু পার্থক্য দেখা যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (World Health Organisation) এ সম্পর্কে সুস্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন।

[1] ব্যাহত : ব্যাহত বলতে প্রধানত দৈহিক গঠন, ইন্দ্রিয় সংক্রান্ত বিষয়, অঙ্গসঙ্কুলনগত বা পেশিগত অসুবিধা বােঝানাে হয়। যেমন—কোনাে শিশু বা ব্যক্তির হয়তাে বা-হাতের তিনটি আঙুল নেই। এর জন্য কোনাে বিশেষ কাজে অসুবিধা হতে পারে, কিন্তু সামগ্রিকভাবে অসুবিধার কারণ হয় না। 

[2] অক্ষমতা : শারীরিক গঠন, ইন্দ্রিয় সংক্রান্ত, অঙ্গ সংক্রান্ত এবং পেশিগত ক্ষমতার অভাবে যদি কোনাে শিশু বা ব্যক্তির দৈনন্দিন জীবনের বিভিন্ন কাজে অসুবিধার সৃষ্টি হয়, তখন তাকে অক্ষমতা বলা হয়। এক্ষেত্রে ব্যক্তি সাধারণভাবে বিশেষ কাজ করতে সক্ষম নয়।

[3] প্রতিবন্ধী : অক্ষমতার ফলে কোনাে ব্যক্তি বা শিশু যখন পরিবেশের সঙ্গে স্বাভাবিক ক্রিয়া-প্রতিক্রিয়ার ক্ষেত্রে অনতিক্রম্য বাধার সম্মুখীন হয়, তখনই তাকে প্রতিবন্ধী বলে। যেমন—কোনাে শিশু বা ব্যক্তি যদি বধির হয়, সেক্ষেত্রে দৈহিক পরিশ্রমের ক্ষেত্রে তার কোনাে অসুবিধা হয় না। কিন্তু যে সমস্ত কাজে অন্যের সঙ্গে যােগাযােগ রক্ষার প্রয়ােজন হয়, সেক্ষেত্রে তাকে খুবই অসুবিধার সম্মুখীন হতে হয়।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment