ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের কয়েকটি বৈশিষ্ট্য লেখাে। Class 10 | Geography | 3 Marks‘
উত্তর:
ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের বৈশিষ্ট্য: ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের বৈশিষ্ট্যগুলি হল—
১) সুনির্দিষ্ট অঞল: ভূবৈচিত্র্যসূচক মানচিত্র কতগুলি নির্দিষ্ট স্কেল অনুযায়ী আঁকা হয়। যেমন—1:1000000, 1:250000 প্রভৃতি।
২) সূচক সংখ্যা: প্রতিটি ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের নির্দিষ্ট একটি সূচক সংখ্যা থাকে। যেমন — 72 A, 73M, 78 M, 77K/2 প্রভৃতি।
৩) প্রস্তুত ও প্রকাশনা: এই মানচিত্রগুলি ভারতে জিয়ােলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া তৈরি করে ও প্রকাশ করে।
৪) প্রতীক চিহ্ন: এই মানচিত্রের প্রাকৃতিক ও সাংস্কৃতিক বিষয়গুলিকে নির্দিষ্ট প্রতীক চিহ্ন ও রঙের সাহায্যে আঁকা হয়।
৫) তথ্য সঞ্জয়ের প্রকৃতি: ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে তথ্য অ্যানালগ আকারে সঞ্চিত থাকে। নির্দেশিকার সাহায্যে একে বিশ্লেষণ করা হয়।
৬) অক্ষাংশ ও দ্রাঘিমা: ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে অক্ষাংশ ও দ্রাঘিমার বিস্তৃতি উল্লেখ থাকে।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।
Nice