দশম শ্রেনী (মাধ্যমিক) Class 10 Geography ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞলের অবস্থান এবং জলবায়ুর বৈশিষ্ট্যগুলি আলােচনা করাে।

ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞলের অবস্থান এবং জলবায়ুর বৈশিষ্ট্যগুলি আলােচনা করাে।

ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞলের অবস্থান এবং জলবায়ুর বৈশিষ্ট্যগুলি আলােচনা করাে। Class 10 | Geography | 5 Marks

উত্তর: ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের অবস্থান

ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞলের অবস্থান আলােচনা করা হল— 

অক্ষাংশগত অবস্থান : ভূমধ্যসাগরীয় জলবায়ু উত্তর ও দক্ষিণ গােলার্ধের 30-40° অক্ষাংশের মধ্যে মহাদেশসমূহের পশ্চিমভাগে পরিলক্ষিত হয়। 

মহাদেশগত অবস্থান: এই জলবায়ুর অন্তর্গত দেশ বা অঞ্চলগুলি হল —

১) ইউরােপ: পাের্তুগাল, স্পেন, ইটালি, গ্রিস প্রভৃতি দেশের ভূমধ্যসাগরসংলগ্ন অঞ্চলসমূহ। 

২) এশিয়া: পশ্চিম তুরস্ক, লেবানন, ইজরায়েল, সিরিয়া প্রভৃতি দেশ। 

৩) আফ্রিকা: মিশর, লিবিয়া, মরক্কো, আলজিরিয়া প্রভৃতি দেশের ভূমধ্যসাগরসংলগ্ন অঞ্চলসমূহ এবং দক্ষিণ আফ্রিকার কেপ উপকূল। 

৪) উত্তর আমেরিকা: দক্ষিণ ক্যালিফোর্নিয়া 

৫) দক্ষিণ আমেরিকা: মধ্য চিলি। 

৬) ওশিয়ানিয়া : অস্ট্রেলিয়ার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম উপকূল এবং নিউজিল্যান্ডের উত্তর দ্বীপ।

ভূমধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্য

ভূমধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্যগুলি হল— 

১) জলবায়ু : সারাবছর মাঝারি উয়তা এবং সমভাবাপন্ন জলবায়ু বিরাজ করে। 

২) উষ্ণতা : গ্রীষ্মকালে এখানে 20° সেলসিয়াস থেকে 27 °সেলসিয়াস তাপমাত্রা থাকে। শীতকালে এই অঞলে উষ্ণতা থাকে 5° সেলসিয়াস থেকে 10°সেলসিয়াস। 

৩) বার্ষিক উষ্ণতার প্রসর : এখানে বার্ষিক উষ্ণতার প্রসর হয় 15 °সেলসিয়াস থেকে 17 °সেলসিয়াস। 

৪) আকাশের অবস্থা : গ্রীষ্মকাল এখানে শুষ্ক এবং এইসময় এখানকার আকাশ পরিষ্কার থাকে। 

৫) বৃষ্টিপাত : শীতকালে আর্দ্র পশ্চিমা বায়ুর প্রভাবে এখানে ঘূর্ণবাতজনিত বৃষ্টিপাত হয়। বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 35 থেকে 65 সেমি। 

৬) তুষারপাত : শীতকালে কোনাে কোনাে স্থানে তুষারপাত হয়।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment