ভূপৃষ্ঠ থেকে ওপরের দিকে বায়ুর চাপ ক্রমশ কমে কেন?

ভূপৃষ্ঠ থেকে ওপরের দিকে বায়ুর চাপ ক্রমশ কমে কেন? Class 10 | Geography | 3 Marks

উত্তর: ভূপৃষ্ঠ থেকে ক্রমশ ওপরের দিকে বায়ুর চাপ কম হওয়ার কারণ : ভূপৃষ্ঠ থেকে ওপরের দিকে বায়ুর চাপ ক্রমশ কমে। এর কারণগুলি হল
1) উচ্চতা ও বায়ুমণ্ডলীয় ভরের সম্পর্ক: উচ্চতা যত বাড়ে ততই বায়ুমণ্ডলীয় ভর ক্রমশ কমে। বায়ুমণ্ডলীয় ভর কমলে বায়ুর ঘনত্ব ও ওজন উভয়ই কমে আর ওজন কমলে বায়ুর চাপও কমে যায়।
2) উচ্চতা ও বায়ুর গভীরতা: ভূপৃষ্ঠ থেকে ওপরের দিকে উঠলে বায়ু প্রসারিত হয় ও গভীরতা কমে যায়। এর ফলে প্রতি একক আয়তনের বায়ুতে বায়বীয় কণার সংখ্যা কমে যাওয়ায়, বায়ুচাপ কম হয়। প্রতি 110 মিটার উচ্চতা বাড়লে বায়ুর চাপ 1 সেমি হারে কমে যায়। যদি সমুদ্রপৃষ্ঠের বায়ুর চাপকে 100% ধরা যায় তবে ভূপৃষ্ঠ থেকে 18কিমি উচ্চতায় বায়ুচাপ হয় 10% এবং 32 কিমি উচ্চতায় 1%

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment