Class 10 Class 10 Geography ভূপৃষ্ঠ থেকে ওপরের দিকে বায়ুর চাপ ক্রমশ কমে কেন?

ভূপৃষ্ঠ থেকে ওপরের দিকে বায়ুর চাপ ক্রমশ কমে কেন?

ভূপৃষ্ঠ থেকে ওপরের দিকে বায়ুর চাপ ক্রমশ কমে কেন? Class 10 | Geography | 3 Marks

উত্তর: ভূপৃষ্ঠ থেকে ক্রমশ ওপরের দিকে বায়ুর চাপ কম হওয়ার কারণ : ভূপৃষ্ঠ থেকে ওপরের দিকে বায়ুর চাপ ক্রমশ কমে। এর কারণগুলি হল
1) উচ্চতা ও বায়ুমণ্ডলীয় ভরের সম্পর্ক: উচ্চতা যত বাড়ে ততই বায়ুমণ্ডলীয় ভর ক্রমশ কমে। বায়ুমণ্ডলীয় ভর কমলে বায়ুর ঘনত্ব ও ওজন উভয়ই কমে আর ওজন কমলে বায়ুর চাপও কমে যায়।
2) উচ্চতা ও বায়ুর গভীরতা: ভূপৃষ্ঠ থেকে ওপরের দিকে উঠলে বায়ু প্রসারিত হয় ও গভীরতা কমে যায়। এর ফলে প্রতি একক আয়তনের বায়ুতে বায়বীয় কণার সংখ্যা কমে যাওয়ায়, বায়ুচাপ কম হয়। প্রতি 110 মিটার উচ্চতা বাড়লে বায়ুর চাপ 1 সেমি হারে কমে যায়। যদি সমুদ্রপৃষ্ঠের বায়ুর চাপকে 100% ধরা যায় তবে ভূপৃষ্ঠ থেকে 18কিমি উচ্চতায় বায়ুচাপ হয় 10% এবং 32 কিমি উচ্চতায় 1%

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment