মহাশূন্য থেকে আসা জ্বলন্ত উল্কাপিণ্ডগুলি মেসােস্ফিয়ারে প্রবেশ করেই ভস্মীভূত হয় কেন

মহাশূন্য থেকে আসা জ্বলন্ত উল্কাপিণ্ডগুলি মেসােস্ফিয়ারে প্রবেশ করেই ভস্মীভূত হয় কেন? Class 10 | Physical Science | পরিবেশের জন্য ভাবনা

উত্তর:- মেসােস্ফিয়ার হল বায়ুমণ্ডলের শীতলতম অঞ্চল। এর উপরের অংশের উষ্ণতা প্রায় –92°C হয়। মহাশূন্য থেকে প্রচণ্ড গতিতে ছুটে আসা জ্বলন্ত ও উত্তপ্ত উল্কাপিণ্ড মেসােস্ফিয়ারের এই নিম্ন উষ্ণতাযুক্ত অঞ্চলে প্রবেশ করলে উষ্ণতার তারতম্যের জন্য তার বাইরের ও ভিতরের অংশের সংকোচন-প্রসারণ বিভিন্ন মাত্রায় ঘটে। ফলে উল্কাপিণ্ড ফেটে টুকরাে টুকরাে হয়ে ভস্মীভূত হয়ে যায়।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment