Write a biography of Mahatma Gandhi using the following points

Write a biography of Mahatma Gandhi using the following points: [নীচের সূত্রগুলি ব্যবহার করে মহাত্মা গান্ধির জীবনী লেখাে:]

Points: Date of birth and place: 2 Oct, 1869 at Porbandar, Gujarat-Parents:Kaba Gandhi and Putli Bai–Education: at Porbandar and Rajkot, left for England in 1888 to study law—Professional career: back to India in 1893, started practising at the Bombay High Court; South Africa to practise law,Political career: started passive resistance and non-violence to protest against tortures on black people in South Africa—1920: Started Non-cooperation Movement, 1930: Civil Disobedience Movement-Philosophy of life: simple life; disliked power and position-Death: assassinated on 30 January, 1948.

Ans:

MAHATMA GANDHI 

Many great Indians left their mark on the Indian Freedom Movement by their tireless struggle. Mohandas Karamchand Gandhi is one of them. He was born on 2 October, 1869 at Porbandar, Gujarat. Kaba Gandhi and Putli Bai were his parents. His school education was at Porbandar and Rajkot. Then he went to England in 1888 to study law. He came back to India in 1893 and started practicing in the Bombay High Court. Being unsuccessful here as a lawyer, he went to South Africa to practice law. This great leader started his career in India’s freedom movement here through passive resistance and non-volence in protest against the tortures on black people. Later he joined the Indian National Congress. Gandhiji led the Indian struggle for freedom in 1920 when he started Non-cooperation Movement and in 1930 he organised Civil Disobedience Movement. He led a simple life and disliked power and position. India won her freedom on 15 August, 1947 but Gandhiji was assassinated by Nathuram Godse on 30 January, 1948. Rabindranath called him ‘Mahatma’ and the Indians respectfully call him the ‘Father of the Nation’.

মহাত্মা গান্ধি

বহু মহান ভারতীয় তাদের অক্লান্ত সংগ্রামের মধ্য দিয়ে ভারতের স্বাধীনতা সংগ্রামে তাদের ছাপ রেখে যেতে পেরেছেন। মােহনদাস করমচাঁদ গান্ধি তাদের মধ্যে একজন। ১৮৬৯ খ্রিস্টাব্দের ২ অক্টোবর গুজরাটের পােরবন্দরে তাঁর জন্ম হয়। কাবা গান্ধি আর পুতলি বাই ছিলেন তার বাবা ও মা। পােরবন্দর এবং রাজকোটে তার বিদ্যালয় শিক্ষা ঘটে। এরপর তিনি ১৮৮৮ খ্রিস্টাব্দে আইন পড়ার জন্য ইংল্যান্ডে যান। ১৮৯৩ খ্রিস্টাব্দে ভারতে ফিরে এসে তিনি বােম্বাই হাইকোর্টে প্র্যাকটিস শুরু করেন। আইনজীবী হিসেবে এখানে তিনি অসফল হওয়ায় আইন প্র্যাকটিস করার জন্য তিনি দক্ষিণ আফ্রিকা যান। এই মহান নেতা এখানেই কৃষ্ণাঙ্গদের ওপর অত্যাচারের প্রতিবাদে অসহযােগিতামূলক প্রতিরােধ ও অহিংসার মাধ্যমে ভারতের স্বাধীনতা সংগ্রামে তার কর্মজীবন শুরু করেন। পরবর্তীকালে তিনি ভারতের জাতীয় কংগ্রেসে যােগ দেন। ১৯২০ খ্রিস্টাব্দে গান্ধিজি অসহযােগ আন্দোলন শুরু করেন এবং ১৯৩০ খ্রিস্টাব্দে আইন অমান্য আন্দোলন সংগঠিত করে ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দান করেন। তিনি অনাড়ম্বর জীবনযাপন করতেন এবং ক্ষমতা ও পদের মােহ তার ছিল না। ১৯৪৭ খ্রিস্টাব্দের ১৫ আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে কিন্তু ১৯৪৮ খ্রিস্টাব্দের ৩০ জানুয়ারি নাথুরাম গডসে গান্ধিজিকে হত্যা করেন। রবীন্দ্রনাথ তাকে “মহাত্মা’ বলতেন আর ভারতবাসী শ্রদ্ধার সঙ্গে তাকে “জাতির জনক’ বলে মান্য করে।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment