Write a letter to a friend inviting him to your brother’s marriage

Write a letter to a friend inviting him to your brother’s marriage. [তােমার দাদার বিয়েতে তােমার বন্ধুকে আমন্ত্রণ জানিয়ে একটা চিঠি লেখাে।]

Ans:-

Own address …… 
Date ……

Dear Arpan, 
With great pleasure I would like to inform you that my brother’s marriage ceremony will be held on 17 February, 2018. You are cordially invited to attend the ceremony. The reception will be held on 19 February at Utsav Bhavan, Dakshineswar. Please extend my invitation to your sister as well. All our common friends will attend the occasion. I shall be delighted to have the pleasure of our company on this special occasion. 
Looking forward to meeting you.

Yours ever,
Suporno

STAMP
Arpan Dasgupta
23/7 Raicharan Pal Lane
Kolkata-700046

প্রিয় অর্পণ, অত্যন্ত আনন্দের সঙ্গে আমি জানাচ্ছি যে, আমার দাদার বিয়ে অনুষ্ঠিত হতে চলেছে ১৭ ফেব্রুয়ারি, ২০১৮ তারিখে। তােকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি ওই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। প্রীতিভােজ অনুষ্ঠিত হবে ১৯ ফেব্রুয়ারি, দক্ষিণেশ্বরের উৎসব ভবনে। তাের বােনকেও আমার আমন্ত্রণ পৌছে দিস। আমাদের সকল বন্ধু এই উপলক্ষে উপস্থিত থাকবে। এই বিশেষ অনুষ্ঠানে তােরা উপস্থিত হলে আমি খুব খুশি হব। 
তোর সঙ্গে দেখা হওয়ার আশায় রইলাম।

তাের চিরদিনের,
সুপর্ণ

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment