Write a letter to the editor of an English daily about the high prices of everyday necessities in 100 words. [রােজকার দরকারি জিনিসপত্রের চড়া দামের বিষয়ে একটি ইংরেজি দৈনিকের সম্পাদককে চিঠি লেখাে ১০০ শব্দের মধ্যে।]
Ans:-
Points: prices of rice, dal, vegetables, fish, meat rise in recent times—black market—lack of planning, distress of the common people, particularly of poor —- your concern—conclusion
To
The Editor
The Times of India
8th Floor, Shantiniketan Building Camac Street,
Kolkata-700017
Sub: Rise in price of essential commodities
Sir,
Please allow me some space in your esteemed daily to express my concern about the skyrocketing of prices of essential commodities. In recent times, prices of rice, dal, vegetables, fish, meat and edible oil have multiplied. Hardships of common people, especially the poor, have been increasing abnormally. Black marketers create artificial crisis in supply. As a result, we have to buy our essential items paying exorbitant prices. It seems that the government has no proper planning to tackle the situation. No price limit has been imposed on any commodity. Under these circumstances, the government must intervene in the market without any further delay. Otherwise, the poor will not be able to have even a square meal a day.
Dated: 17.11.19
Yours sincerely,
Titir Mitra
New GT Road PO : Uttarpara
Hooghly-712258
বিষয়: নিত্যপ্রয়ােজনীয় জিনিসপত্রের দামবৃদ্ধি
মহাশয়, নিত্যপ্রয়ােজনীয় জিনিসপত্রের হুহু করে দাম বেড়ে যাওয়া নিয়ে আমার উদবেগ প্রকাশের জন্য দয়া করে আপনার বিখ্যাত সংবাদপত্রে আমাকে একটু জায়গা দিন। সাম্প্রতিককালে চাল, ডাল, সবজি, মাছ, মাংস এবং ভােজ্য তেলের দাম বহুগুণ বেড়েছে। সাধারণ লােকের, বিশেষত গরিবদের কষ্ট অস্বাভাবিকভাবে বাড়ছে। কালােবাজারিরা বাজারের জোগানে কৃত্রিম অভাব তৈরি করে। ফলে অস্বাভাবিক দাম দিয়ে আমাদের নিত্যপ্রয়ােজনীয় জিনিসপত্র কিনতে হচ্ছে। মনে হচ্ছে না পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সরকারের কোনাে ঠিকঠাক পরিকল্পনা আছে। কোনাে জিনিসের দামে সীমা চাপানাে হয়নি। এই পরিস্থিতিতে সরকার অবিলম্বে বাজারে হস্তক্ষেপ করুক। নাহলে গরিবরা দিনে একবারও পেট পুরে খেতে পারবে না।
তারিখ: ১৭.১১.১৯
আপনার বিশ্বস্ত,
তিতির মিত্র
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।