Write a letter to the editor of an English daily, requesting him to take up his pen to create awareness among people regarding random misuse and harmful effects of mobile phones

Write a letter to the editor of an English daily, requesting him to take up his pen to create awareness among people regarding random misuse and harmful effects of mobile phones. [মােবাইল ফোনের যথেচ্ছ অপব্যবহার এবং কুফলের বিষয়ে জনসচেতনতা তৈরি করতে একটি ইংরেজি দৈনিকের সম্পাদককে কলম ধরার অনুরােধ জানিয়ে একটা চিঠি লেখাে।]

To
The Editor
The Telegraph
6 Prafulla Sarkar Street
Kolkata-700001 

Sub: Random misuse and harmful effects of mobile phones 

Sir, 
It is a matter of grave concern that our young generation is becoming more and more addicted to mobile phones day by day. The instrument meant for easy communication is now used for taking a selfie and that too risking one’s own life. People are found crossing busy roads or a railway level crossing plugging the headphone of the mobile phone into his ears. Mobile phones have, undoubtedly, brought the distant nearer but at the cost of making friends and relations almost aliens. Man to man communication is on the wane. People are found busy chatting over or messaging through mobile phones. It causes distraction of young learners from their studies. Because of our abnormal addiction to mobile phones, few of us try to cultivate the habit of reading books. If it is not checked immediately, our future, our moral values, our social structure, everything will go to the gutters. Under these circumstances, please take up your pen and make people aware of such bleakness through your editorial. 

Dated: 15.10.19.

Yours sincerely,
Mridul Das
87A CIT Road
Kolkata-700010

বিষয়: মােবাইল ফোনের যথেচ্ছ অপব্যবহার এবং তার কুফল

মহাশয়,
এটা গভীর উদবেগের বিষয় যে আমাদের তরুণ প্রজন্ম দিন দিন আরও মােবাইল ফোনের প্রতি আসক্ত হয়ে পড়ছে। সহজে যােগাযােগ স্থাপনের জন্য যে যন্ত্র সেটাই এখন নিজস্বী ভােলার জন্য ব্যবহার করা হচ্ছে তাও আবার প্রাণের ঝুঁকি নিয়ে। দেখা যাচ্ছে লােকে মােবাইল ফোনের হেডফোন কানে খুঁজে রাস্তা বা রেলওয়ে লেভেল ক্রসিং পার হচ্ছে। নিঃসন্দেহে মােবাইল ফোন দূরকে নিকট করেছে কিন্তু তা করেছে বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনদের প্রায় বিদেশি করে দিয়ে। মানুষে মানুষে সংযােগ ক্রমে কমছে। দেখা যাচ্ছে লােকে মােবাইল ফোনে গল্প করছে বা বার্তা পাঠাচ্ছে। এটা অল্পবয়সি পড়ুয়াদের পড়াশােনায় মনােযােগে ব্যাঘাত ঘটাচ্ছে। আমাদের মােবাইল ফোনের প্রতি অস্বাভাবিক আসক্তির ফলে আমাদের মধ্যে প্রায় কেউই আর পড়ার অভ্যেস গড়ে তােলার চেষ্টা করে না। এটা যদি অবিলম্বে আটকানাে না যায়, আমাদের ভবিষ্যৎ, আমাদের নৈতিক মূল্যবােধ, আমাদের সমাজের কাঠামাে, সবকিছু ইতরদের মতাে হয়ে যাবে। এই পরিস্থিতিতে অনুগ্রহ করে আপনার কলমটা তুলুন এবং আপনার সম্পাদকীয়র মাধ্যমে এই অন্ধকারময়তার বিষয়ে জনগণকে সচেতন করুন। 

তারিখ: ১৫.১০.১৯

আপনার বিশ্বস্ত,
মৃদুল দাস

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment