Write a letter to the headmistress for permission of a tree plantation programme in the school compound. [বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরােপণ অনুষ্ঠানের অনুমতি চেয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে একটি চিঠি লেখাে।]
Ans:-
To
The Headmistress
ABC Institution
Kolkata-700030
Sub: Seeking permission for a tree plantation programme
Madam,
With due respect we, the students of your school, seek your permission to hold a tree plantation programme in the compound of our school on 5 June, to celebrate World Environment Day. Some of the teachers have agreed to join us in this programme. We will be provided with a few saplings free of cost by Kolkata Municipal Corporation. This will show our effort to improve our environment. We, therefore, request you to permit us to organize the programme.
Dated: 25.04.19
Yours obediently,
Nabanita Das
Class X
বিষয়: বৃক্ষরােপণ অনুষ্ঠানের জন্য অনুমতি প্রার্থনা
মহাশয়া, উপযুক্ত শ্রদ্ধা সহকারে আমরা, আপনার বিদ্যালয়ের ছাত্রীরা, আমাদের বিদ্যালয় প্রাঙ্গণে ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে একটি বৃক্ষরােপণ অনুষ্ঠান পালনের জন্য আপনার অনুমতি প্রার্থনা করছি। কয়েকজন শিক্ষিকা আমাদের এই অনুষ্ঠানে যােগদানের সম্মতি দিয়েছেন। কলকাতা পৌরনিগম থেকে আমাদের বিনামূল্যে কিছু চারাগাছ দেওয়া হবে। এটি হবে পরিবেশ উন্নয়নে আমাদের প্রয়াসের প্রকাশ। তাই এই অনুষ্ঠানটি সংঘটিত করতে আমাদের অনুমতি দেওয়ার জন্য আপনাকে অনুরােধ জানাচ্ছি।
তারিখ: ২৫.০৪.১৯
আপনার অনুগত,
নবনীতা দাস
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।