Write a letter to your father asking for his permission for an educational tour

Write a letter to your father asking for his permission for an educational tour. [শিক্ষামূলক ভ্রমণে যাওয়ার অনুমতি চেয়ে বাবাকে একটি চিঠি লেখাে।]

Ans:-

Own address ……
Date ……

Dear Dad, Glad to receive your letter. My first summative evaluation is over. Our school has arranged an educational tour to Santiniketan next week. I don’t want to miss the opportunity. It will be a tour for three days. The tour will cost 1000 rupees per head. Two senior teachers will accompany us on this tour. The tour has great educational value. I, therefore, request you to allow me to join the trip. Please write to me at the earliest opportunity.

Your loving son,
Manik

STAMP
Mr. Manas Bose
Vill.+PO-Nandakumar
Purba Medinipur, Pin-721630

প্রিয় বাবা, তােমার চিঠি পেয়ে খুব খুশি হয়েছি। আমার প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন শেষ হয়েছে। আগামী সপ্তাহে আমাদের স্কুল থেকে শান্তিনিকেতনে একটি শিক্ষামূলক ভ্রমণের ব্যবস্থা করা হয়েছে। আমি এই সুযােগটা হারাতে চাই না। এটা তিন দিনের ভ্রমণ। মাথাপিছু এক হাজার টাকা করে খরচ পড়বে। এই ভ্রমণে দুজন প্রবীণ শিক্ষক আমাদের সঙ্গে থাকবেন। এই ভ্রমণের শিক্ষামূলক উপযােগিতা অনেক। তাই আমার অনুরােধ এই ভ্রমণে যােগদান করতে আমায় অনুমতি দাও। যত তাড়াতাড়ি সম্ভব তােমার মতামত জানাও।

তােমাদের আদরের সন্তান,
মানিক

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

1 thought on “Write a letter to your father asking for his permission for an educational tour”

Leave a Comment