Write a letter to your friend about a recent train accident and the casualties that occurred

Write a letter to your friend about a recent train accident and the casualties that occurred. [রেল দুর্ঘটনা এবং এর ফলে প্রাণহানির বিষয়ে তােমার বন্ধুকে একটা চিঠি লেখাে।]

Ans:-

Own address ……
Date ……

Dear Navajiban, I am anxiously waiting for your safe arrival here. Perhaps you have heard of the horrible train accident which took place near Mourigram the day before yesterday. The down Jagannath Express collided with a stationary goods train. Five compartments of the train were derailed at once and badly damaged. According to the newspaper report, about one hundred passengers died on the spot and five hundred more were injured. They were admitted to the local hospitals. It was reported that wrong signalling caused this fatal accident. I am very anxious about you as you will return by the same train next week from Puri. May the Almighty Jagannath guard you against all dangers. 
With lots of love,

Yours ever,
Balaram

STAMP
Navajiban Mahapatra
27 Swargadwar, Puri, Odisha

প্রিয় নবজীবন, আমি তােমার নির্বিঘ্নে পৌছােনাের খবরের জন্য উৎকণ্ঠার অপেক্ষা করছি। গত পরশু মৌরিগ্রামের কাছে যে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে সে সম্পর্কে তুমি হয়তাে শুনেছ। ডাউন জগন্নাথ এক্সপ্রেস দাঁড়িয়ে থাকা একটা মালগাড়িতে সজোরে ধাক্কা মারে। ট্রেনটার পাঁচটা কামরা সঙ্গে সঙ্গে লাইনচ্যুত হয়ে উলটে যায় এবং ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সংবাদপত্রের প্রতিবেদন অনুসারে প্রায় ১০০ জনের ঘটনাস্থলেই মৃত্যু হয় এবং আরও ৫০০ জন আহত হয়। তাদের স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে। খবর অনুযায়ী, সিগন্যালের ত্রুটির কারণেই এই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটেছে। আমি তােমার জন্য খুব উদবিগ্ন কারণ পরের সপ্তাহে পুরী থেকে তুমি ওই ট্রেনেই ফিরবে। প্রার্থনা করি যে সর্বশক্তিমান জগন্নাথ তােমায় সব বিপদ থেকে রক্ষা করুন। 
অনেক ভালােবাসা-সহ

তােমার চিরদিনের,
বলরাম

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

1 thought on “Write a letter to your friend about a recent train accident and the casualties that occurred”

Leave a Comment

error: Content is protected !!