Write a letter to your friend about your hobby

Write a letter to your friend about your hobby. [তােমার শখের বিষয়ে জানিয়ে বন্ধুকে একটা চিঠি লেখােl]

Own address …..
Date …..

Dear Nabin, It’s nice to get your letter. You wanted to know about my hobby. I am glad to tell you that my hobby is stamp collecting. This hobby interests and pleases me immensely. I collect stamps from various sources and almost everyday, in my leisure hour, I paste them in my album. I now have a huge collection of stamps. I have rare stamps of foreign countries in my collection. I find his hobby educative too. It enriches my knowledge of story and geography. One can find many objects of historical interest on the stamps. For example, I have an Egyptian stamp which bears the picture of a pyramid. A few stamps of Bangladesh has the pictures of Tagore. It shows how much they love the poet. Stamp-collecting gives me a welcome relief from the dullness of everyday life. I am eager to know about your hobby. Looking forward to hearing from you.

Yours ever,
Deepshikha 

STAMP
Nabin Mahapatra
27 Oriabagan Lane
Kolkata-700010

প্রিয় নবীন, তাের চিঠি পেয়ে ভালাে লাগল। তুই আমার শখ সম্বন্ধে জানতে চেয়েছিস। এ কথা তােকে জানাতে আমার আনন্দ হচ্ছে যে আমার শখ হল ডাকটিকিট সংগ্রহ করা। আমার এই শখে খুব আগ্রহ এবং তা আমাকে যথেষ্ট আনন্দও দেয়। আমি বিভিন্ন জায়গা থেকে ডাকটিকিট সংগ্রহ করি এবং প্রায় প্রত্যেকদিন আমার অবসর সময়ে সেগুলাে অ্যালবামে আটকে দিই। বর্তমানে আমার ডাকটিকিটের সংগ্রহ বিশাল। বিদেশের বহু দুষ্প্রাপ্য ডাকটিকিট আমার সংগ্রহে রয়েছে। আমার এই শখটি শিক্ষামূলকও বটে। এর ফলে ইতিহাস ও ভূগােলে আমার জ্ঞান বেড়েছে। ডাকটিকিটে বহু ইতিহাস প্রসিদ্ধ জিনিসপত্রের ছবি দেখতে পাওয়া যায়। উদাহরণ হিসেবে বলা যায়, আমার মিশরের একটি ডাকটিকিট রয়েছে যাতে পিরামিডের ছবি আছে। বাংলাদেশের কয়েকটি ডাকটিকিটে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি আছে। এগুলাে দেখায় যে দেশটায় কবির প্রতি ভালােবাসা কত বেশি। ডাকটিকিট সংগ্রহ আমাকে প্রতিদিনের জীবনের একঘেয়েমি থেকে স্বস্তি দেয়। তাের শখ কী তা জানতে আমার খুব ইচ্ছা করছে। তাের চিঠি পাওয়ার আশায় রইলাম। 

তাের চিরদিনের,
দীপশিখা

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment