Write a letter to your friend inviting him to spend the summer vacation in your village

Write a letter to your friend inviting him to spend the summer vacation in your village. [ছুটি কাটানাের আমন্ত্রণ জানিয়ে বন্ধুকে একটা চিঠি লেখাে।]

Ans:-

Own address ……
Date ……

Dear Rajanya, From your previous letter, I have come to know that your summer vacation has started and you have no plan los this vacation. Why don’t you come to our village for a week? It’s long since we have met. We will have a great time together considering the fact that the village fair starts three days later and our school is also closed for the summer vacation. You will also enjoy the mangoes and lichis of our garden. 
Awaiting your reply.

Yours ever,
Banya

STAMP
Rajanya Roy Chowdhury
27 College Street
Kolkata-700073

প্রিয় রাজন্যা, তাের পাঠানাে আগের চিঠিতে জানতে পারলাম যে তােদের গরমের ছুটি পড়ে গেছে এবং এই ছুটিতে তাের কোনাে পরিকল্পনাও করা নেই। তাহলে সপ্তাহখানেকের জন্য আমাদের গ্রামে চলে আয়। অনেকদিন হয়ে গেল আমাদের দেখা হয়নি। একসাথে আমরা দারুণ সময় কাটাব কারণ আমাদের গ্রামের মেলা আর তিন দিন পরে শুরু হতে চলেছে এবং আমাদের স্কুলেও গরমের ছুটি পড়ে গেছে। তা ছাড়া, আমাদের বাগানের আম ও লিচুর স্বাদও তুই উপভােগ করতে পারবি। তাের উত্তরের অপেক্ষায় রইলাম।

তাের চিরদিনের,
বন্যা

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment