Write a newspaper report on a cricket match

Write a newspaper report on a cricket match [ক্রিকেট খেলার ওপর প্রতিবেদন তৈরি করাে:]

Points: Date: 26 March; Place: Sydney, Australia; Event: World Cup 2015, Semifinal; Teams: MS Dhoni’s India Vs. Michael Clarke’s Australia; Score-board: Australia 328 for 7 (Smith 105, Finch 81, Yadav 4-72) beat India 233 (Dhoni 65, Faulkner 3-59) by 95 runs; Results: Australia meets New Zealand in the Final, India ended its World Cup Campaign

Ans:-

END OF A DREAM
-By Rohit Bhattacharyya 

Sydney, March 26: India’s 2015 World Cup journey has come to an end as the team ran out of steam against Australia. The 2011 champion team has bowed out with an embarrassing 95-run defeat. After winning nine matches in a row, the men in blue lost to a far superior side here. Today everything went wrong with them. The first round went to Australia when their captain Michael Clarke won the toss. Batting first, Australia scored 328 runs, losing 7 wickets in 50 overs. Steven Smith scored a century (105) and Aaron Finch missed it by 19 runs only. India’s best bowling performance was given by Umesh Yadav (4 wickets for 72 runs). India’s start was promising but at the end of the day, the scoreboard showed only the skipper MS Dhoni’s last ditch effort. He scored 65 runs but his team failed in the Herculean chase. One bad day ended the dream of a billion. Australia will take on New Zealand in the final at MCG.

এক স্বপ্নের সমাধি
—রােহিত ভট্টাচাৰ্য্য দ্বারা 

সিডনি, মার্চ ২৬: ভারতের বিশ্বকাপ ২০১৫র দৌড় থেমে গেল যখন অস্ট্রেলিয়ার কাছে ভারতীয় দলের দম ফুরিয়ে যায়। ২০১১ সালের চ্যাম্পিয়ান দল লজ্জাজনকভাবে ৯৫ রানে পরাজিত হয়ে প্রতিযােগিতা থেকে বিদায় নিয়েছে। টানা ৯টি ম্যাচে পরপর জয়ের পর, এখানে অনেক বেশি যােগ্য দলের কাছে নীল জার্সির ছেলেরা পরাজয় বরণ করে। আজ সবকিছুতেই তাদের কপাল মন্দ ছিল। অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক টস জেতায় প্রথম রাউন্ডে তাদের পাল্লাই ভারী হয়। প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩২৮ রান তােলে। স্টিভেন স্মিথ সেঞ্চুরি (১০৫) করেন আর অ্যারন ফিঞ মাত্র ১৯ রানের জন্য সেঞ্চুরি মিস করেন। ভারতের বােলিং-এ সেরা কৃতিত্ব উমেশ যাদবের (৭২ রানে ৪ উইকেট)। ভারতের শুরুটা আশা জাগালেও দিনের শেষে স্কোর বাের্ড দেখাচ্ছে যে একমাত্র অধিনায়ক এমএস ধােনি মরিয়া লড়াই করেছিলেন। তিনি ৬৫ রান করেছিলেন, কিন্তু তার দল ওই অসম্ভব রান তাড়া করতে ব্যর্থ হয়েছে। একটা খারাপ দিন কোটি কোটি মানুষের স্বপ্নের সমাধি ঘটাল। ফাইনালে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের মুখােমুখি হবে এম সি জি-তে।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment