WRITING SKILL | NEWSPAPER REPORT WRITING
Write a newspaper report (within 100 words) on the incident of a murder of an elderly couple in a flat in Kolkata using the following points: [নীচের সূত্রগুলি ব্যবহার করে ফ্ল্যাটে এক বয়স্ক দম্পতির হত্যার বিষয়ে (১০০ শব্দের মধ্যে) একটি সংবাদপত্রের প্রতিবেদন লেখাে:]
Points : Date, place and time of murder—information about the murdered couple—motive—suspected killer—reaction of neighbours—police investigation [ABTA Test Exam]
ELDERLY COUPLE FOUND MURDERED IN FLAT
-By a staff reporter
Kolkata, Nov. 14: An elderly couple was found murdered in their apartment at Behala in South Kolkata on Tuesday afternoon. The police said, the couple had been initially hit on the head with a blunt instrument. The body of the husband, Partha Roy Chowdhury (78) was found on the floor of their living room with multiple injury marks on the face and head. His wife, Ratna Roy Chowdhury (75) was lying on the bed with her throat slit. The police suspect robbery as the motive behind the killing. They are looking into the maid’s role in it. The neighbours said that the couple was very friendly and their flat was open to visitors. Many of them often dropped in for a cup of tea. One of them discovered the dead bodies in the flat while she had knocked at the door and found it unlocked.
ফ্ল্যাটে বয়স্ক দম্পতিকে নিহত অবস্থায় পাওয়া গেল
—নিজস্ব সংবাদদাতা দ্বারা
কলকাতা, নভেম্বর ১৪: মঙ্গলবার বিকেলে দক্ষিণ কলকাতার বেহালায় এক বৃদ্ধ দম্পতিকে তাদের ফ্ল্যাটে নিহত অবস্থায় পাওয়া গিয়েছে। পুলিশ জানিয়েছে, শুরুতে দম্পতিকে ভোতা কিছু দিয়ে মাথায় আঘাত করা হয়। স্বামী পার্থ রায় চৌধুরি (৭৮)-র দেহ বসার ঘরের মেঝেতে মুখে ও মাথায় বহু আঘাতসমেত দেখতে পাওয়া যায়। তাঁর স্ত্রী রত্না রায় চৌধুরি (৭৫) গলা কাটা অবস্থায় বিছানায় পড়েছিলেন। পুলিশের সন্দেহ খুনের পেছনে রয়েছে ডাকাতির উদ্দেশ্য। তারা এতে পরিচারিকার ভূমিকা খতিয়ে দেখছে। প্রতিবেশীরা বলেন যে দম্পতি খুবই বন্ধুত্বপূর্ণ ছিলেন এবং তাদের ফ্ল্যাটের দরজা অতিথিদের জন্য ভােলা থাকত। এঁদের অনেকেই চা খেতে সেখানে হাজির হতেন। এঁদেরই একজন মৃতদেহগুলি। আবিষ্কার করেন যখন তিনি দরজায় আঘাত করে দেখেন তাতে তালা দেওয়া নেই।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।