Write a paragraph on the uses and abuses of television with the help of the following points

Write a paragraph on the uses and abuses of television with the help of the following points: [নীচের সুত্রগুলির সাহায্যে দুরদর্শনের ব্যবহার ও অপব্যবহার সম্পর্কে একটি অনুচ্ছেদ রচনা করাে:] 

Points: Invention-great popularity-source of entertainment —great educator-has certain abuses-makes one idle, unsocial, harms eyesight-conclusion

Ans:-

USES AND ABUSES OF TELEVISION 

When John Baird invented the television, he had hardly imagined the scope of its use. Today television has gained immense popularity. As a source of entertainment the television has no parallel. It brings events from across the world into our drawing rooms. We can watch cricket and football matches, humorous events and reality shows, cartoons and movies sitting in the comfort of our home. Moreover, television is also one of the greatest educators. Programmes on current affairs, quiz, wildlife and different debate-based programmes are highly interesting. It helps us to broaden our knowledge. Television is not without its blemishes. Too much addiction to TV makes people gradually idle in their life. Such persons become highly unsocial. Students lose valuable time and tend to neglect their studies. Vulgar programmes affect tender and innocent minds. But an intelligent, careful and sensible use of television can be a blessing for us.

দূরদর্শনের ব্যবহার ও অপব্যবহার

জন বেয়ার্ড যখন দূরদর্শন আবিষ্কার করেছিলেন, তখন এর ব্যবহারের পরিধি সম্পর্কে তার কোনাে ধারণা ছিল না বললেই চলে। আজকে দুরদর্শন দারুণ জনপ্রিয়তা লাভ করেছে। বিনােদনের মাধ্যম হিসেবে দূরদর্শনের কোনাে জুড়ি নেই। এটি সারা বিশ্বের ঘটনা আমাদের বসার ঘরে এনে দিয়েছে। আমরা আমাদের ঘরে আরামে বসে ক্রিকেট ও ফুটবল খেলা, হাস্যরসাত্মক অনুষ্ঠান এবং রিয়েলিটি শাে, কার্টুন এবং চলচ্চিত্র ইত্যাদি দেখতে পারি। তা ছাড়া, দুরদর্শন একজন অন্যতম শিক্ষাদাতাও বটে। দুরদর্শনে সাম্প্রতিক ঘটনাবলি, ক্যুইজ, বন ও বন্যপ্রাণী সংক্রান্ত অনুষ্ঠান ও বিভিন্ন বিতর্কমূলক অনুষ্ঠান খুবই উপভােগ্য। এগুলি আমাদের জানার ক্ষেত্র প্রসারিত করতে সাহায্য করে। দূরদর্শন ত্রুটিমুক্ত নয়। টিভি দেখার অতিরিক্ত নেশা মানুষকে ক্রমশ নিষ্ক্রিয় করে তােলে। ওই ধরনের ব্যক্তি খুবই অসামাজিক হয়ে পড়ে। ছাত্রেরা তাদের মূল্যবান সময় নষ্ট করে এবং তাদের পড়াশােনা উপেক্ষা করার প্রবণতা দেখা দেয়। দুরদর্শনে অশ্লীল অনুষ্ঠান সুকুমার নিস্পাপ মনের ওপর প্রভাব ফেলে। তবে বুদ্ধিবিবেচনার সঙ্গে সর্তকভাবে এবং বিচক্ষণতার সঙ্গে দূরদর্শনকে ব্যবহার করলে তা আমাদের জন্য আশীর্বাদস্বরূপ হয়ে উঠতে পারে।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment