Write a paragraph on value of newspaper reading with the help of the following points

Write a paragraph on value of newspaper reading with the help of the following points; [নীচের সূত্রগুলির সাহায্যে সংবাদপত্র পাঠের উপযােগিতা বিষয়ে একটি অনুচ্ছেদ রচনা করাে:] 

Points:- Get information of various events-broadens knowledge base-educational values-students must make a habit of reading newspapers-improves outlook on life-great value-critic of administration, justice and law of any country-advocates liberty, equality and fraternity

Ans:-

VALUE OF NEWSPAPER READING 

The newspaper is the most powerful organ for expression of the news and views about men and things. The newspaper provides us with a great deal of information about the happenings in sports, politics, industry, agriculture, entertainment and what not. The newspaper brings the news of events from different corners of the world into the cosy atmosphere of our drawing rooms. The newspaper extends the bounds of our knowledge. It has great educative value. Here we find the reviews of newly published books and accounts of discoveries and research. Students must read newspapers regularly. It enhances their reading habit and improves their vocabulary. Reading newspapers improves one’s outlook on life. Newspapers also help to express the grievances of the public and form public opinion.

সংবাদপত্র পাঠের উপযােগিতা 

মানুষ ও অন্যান্য বিষয়ের খবর ও মতামত প্রকাশের সবচেয়ে শক্তিশালী মাধ্যম হল সংবাদপত্র। খেলাধুলাে, রাজনীতি, শিল্প, কৃষি, বিনােদন ইত্যাদি প্রায় সব বিষয়ে যা ঘটে চলেছে সেগুলি সম্বন্ধে আমাদের প্রচুর তথ্য সরবরাহ করে সংবাদপত্র। সংবাদপত্র আমাদের বৈঠকখানার আরামদায়ক পরিবেশে পৃথিবীর প্রতিটি প্রান্তের খবর ও ঘটনা পৌঁছে দেয়। সংবাদপত্র আমাদের জ্ঞানের পরিধি বাড়িয়ে তােলে। এর যথেষ্ট শিক্ষাদানকারী মূল্যও রয়েছে। আমরা এতে পাই নতুন প্রকাশিত বইয়ের পর্যালােচনা, বিভিন্ন আবিষ্কার ও গবেষণার বিবরণ। ছাত্রছাত্রীদের প্রতিদিন সংবাদপত্র পড়া প্রয়ােজন। এতে তাদের পড়াশােনার অভ্যাস ও শব্দভাণ্ডার বাড়বে। সংবাদপত্র পাঠ মানুষের জীবনের প্রতি দৃষ্টিভঙ্গিরও উন্নতি ঘটায়। মানুষের অভাব অভিযােগ জানাতে ও গণমতামত গঠনেও সংবাদপত্র সাহায্য করে।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment