Write a paragraph on your sweet home with the help of the following points: [নীচের সূত্রগুলির সাহায্যে তােমার প্রিয় বাড়ি সম্পর্কে একটি অনুচ্ছেদ রচনা করাে:]
Points: Sweet home-cheerful atmosphere-all facilities-parents and sister-good healthy relationship-sharing of thoughts—helpful neighbours—your feelings
Ans:-
MY SWEET HOME
Home is where the heart is. One’s own home is always sweet to him. Home is the place where I can get away from the world and be myself. One loves to be at home in the comfort and care of loving family members. I live in a small flat but we have all the facilities within the four walls. I live here with my parents and sister. All of us have an open and warm relationship with each other. Our mornings are busy but from the evening we spend time together till we go to sleep. We share all that we experience throughout the day. The locality we live in is also quiet and trouble-free. The market and the bus-stand are just a stone’s throw from my home. The neighbours are also very helpful. My home is very important for me. It is the sweetest, the loveliest and the best place in the world.
আমার প্রিয় ঘর
যেখানে আন্তরিকতা রয়েছে সেটাই ঘর। কারাের নিজের বাড়ি তার কাছে সবসময় মধুরই লাগে। ঘর হল সেই জায়গা যেখানে পৃথিবী থেকে পালিয়ে আমি আমার নিজের মতাে করে থাকতে পারি। প্রত্যেকে স্নেহশীল পরিবারের সদস্যদের যত্ন ও আরামের মধ্যে ঘরে থাকতে ভালােবাসে। আমি ছােট্ট একটি ফ্ল্যাটে বাস করলেও এর চার দেয়ালের মধ্যে সবরকমের সুযােগসুবিধা রয়েছে। আমি আমার মা-বাবা ও বােনের সঙ্গে এখানে থাকি। আমাদের সকলেরই একে অন্যের সঙ্গে খােলামেলা ও হৃদ্যতাপূর্ণ সম্পর্ক রয়েছে। সকালে আমরা সকলেই ব্যস্ত থাকি কিন্তু সন্ধেবেলা থেকে শুতে যাওয়ার আগে পর্যন্ত সকলে একসাথে সময় কাটাই। আমাদের সারাদিনের অভিজ্ঞতাগুলাে একে অন্যের সঙ্গে বিনিময় করি। যে এলাকায় আমরা বাস করি তা বেশ শান্ত ও ঝামেলা ঝঞ্ঝাট মুক্ত। বাজার ও বাস স্ট্যান্ড আমার বাড়ির খুব কাছেই। প্রতিবেশীরাও যথেষ্ট সাহায্য করে থাকে। আমার বাড়ি আমার কাছে বেশ গুরুত্বপূর্ণ। এটা পৃথিবীর মধুরতম, সুন্দরতম এবং সর্বোত্তম জায়গা।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।