Write a paragraph (within 100 words) on the duties of a student. You may use the following points: [একজন ছাত্রের কর্তব্য বিষয়ে (কমবেশি ১০০ টি শব্দে) একটি অনুচ্ছেদ রচনা করাে। তুমি নীচের সূত্রগুলি ব্যবহার করতে পার:]
Points: Everybody has duties-sole duty of a studentbuilding of career-being aware of social responsibilities-duties towards family—duties towards society-conclusion
Ans:-
DUTIES OF A STUDENT
Student life is the time of preparation for the future. It lays the foundation of one’s future career. A student has many duties to perform. The first and foremost duty of a student is to study well and seek knowledge. The pursuit of knowledge demands hard work and total devotion. A student has duties to his parents and relatives, to his country and to humanity at large. A student should obey and respect his teachers and parents and be guided by their advice. A student should take interest in all the activities that promote his physical health. A student should form good manners and cultivate good habits. A student should not be a frog in the well but one with visions and ideals. He must take part in social services. This will inculcate in him a humanitarian outlook. A student should utilize every minute for self advancement and laying a strong foundation for a happy future.
একজন ছাত্রের কর্তব্য
ছাত্রজীবন হল ভবিষ্যতের জন্য প্রস্তুত হওয়ার সময়। ছাত্রজীবনই হল একজনের সম্পূর্ণ ভবিষ্যতের ভিত্তিস্বরূপ। একজন ছাত্রের অনেক কর্তব্য। তার প্রথম ও প্রধান হল ভালােভাবে অধ্যয়ন করা ও জ্ঞান আহরণ করা। জ্ঞানের অন্বেষণ কঠোর শ্রম ও নিষ্ঠা দাবি করে। ছাত্রের তার মা বাবা এবং আত্মীয়ের প্রতি, তার দেশের প্রতি এবং বৃহত্তর মানবসমাজের প্রতি কিছু কর্তব্য থাকে। একজন ছাত্রের উচিত তার শিক্ষক এবং মা-বাবাকে শ্রদ্ধা করা ও মেনে চলা, এবং তাদের পরামর্শ দ্বারা চালিত হওয়া। একজন ছাত্রের উচিত সেইসব কাজকর্মে অংশগ্রহণ করতে আগ্রহী হওয়া যা তাকে শারীরিক সক্ষমতা দেবে। তার উচিত ভালাে আচরণ ও সুঅভ্যেস গড়ে তােলা। কূপমণ্ডুক না হয়ে তার উচিত উদার দৃষ্টিভঙ্গি এবং আদর্শসম্পন্ন হওয়া। তার উচিত সামাজিক ক্রিয়াকর্মে অংশগ্রহণ করা। এটা তার মধ্যে মানবতাবাদী দৃষ্টিভঙ্গি গড়ে তুলবে। একজন ছাত্রের উচিত নিজের উন্নতিকল্পে এবং সুখী ভবিষ্যতের দৃঢ়ভিত্তি গঠনের জন্য প্রতিটি মুহূর্তের সদ্ব্যবহার করা।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।