WRITING SKILL | NEWSPAPER REPORT WRITING
Write a report (within 100 words) for a newspaper on the incident of being struck by lightning: [ বাজ পড়ে মৃত্যু—এই বিষয়ে ১০০ শব্দের মধ্যে একটি সংবাদপত্রের প্রতিবেদন লেখাে:]
Points : Date – place — what happened — number of people died property loss if any [The Oriental Seminary for Girls]
Ans:-
LIGHTNING STRIKES LEAVE 20 PEOPLE DEAD
-By Subrata Ghosh Roy
Hooghly, June 23: At least 20 people have been killed and more than 10 injured by lightning strikes here today. Most of the people who died were working on paddy fields during torrential rains on Tuesday. Many of them were children and women. One man taken to hospital in Srirampur said that when it had been raining, they immediately took shelter under a tree. Lightning hit them there and they fell unconscious. Crops in the fields were heavily damaged. West Bengal is prone to thunderstorms but this year they have been particularly severe. Experts suggest a general rise in temperature and deforestation may be factors. The chief minister of the state said she was “deeply anguished by the loss of life.
বাজ পড়ে ২০ জন নিহত
—সুব্রত ঘােষ রায় দ্বারা
হুগলি, জুন ২৩: আজ এখানে বাজ পড়ে কমপক্ষে ২০ জন নিহত এবং ১০ জনের বেশি আহত হয়েছেন। যারা মারা গিয়েছেন তাঁদের বেশিরভাগই মঙ্গলবার প্রবল বর্ষণের সময় ধান খেতে কাজ করছিলেন। এঁদের অনেকেই শিশু এবং মহিলা। শ্রীরামপুর হাসপাতালে নিয়ে আসা হয়েছে এরকম এক ব্যক্তি বলেন যে বৃষ্টি পড়লে সঙ্গে সঙ্গে তারা একটি গাছের নীচে আশ্রয় নেন। সেখানে তাদের ওপর বাজ পড়ে এবং তারা অচেতন হয়ে পড়ে যান। মাঠের ফসলেরও খুব ক্ষতি হয়েছে। পশ্চিমবঙ্গে বজ্রবিদাৎসহ বৃষ্টির প্রবণতা আছে কিন্তু এবছর যেন তা মারাত্মক আকার নিয়েছে। বিশেষজ্ঞদের মতে সাধারণভাবে উয়তার বৃদ্ধি এবং বন কেটে ফেলা এর কারণ হতে পারে। রাজ্যের মুখ্যমন্ত্রী জানান প্রাণহানির কারণে তিনি গভীরভাবে শােকাহত।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।