Write a report on a football match

WRITING SKILL | NEWSPAPER REPORT WRITING

Write a report on a football match on the basis of the following points: [নীচের সূত্রগুলির ভিত্তিতে একটি ফুটবল খেলার প্রতিবেদন লেখাে:]।

Points: Date: 4 April; Place: Salt Lake Stadium, Kolkata; Teams: Mohun Bagan Vs East Bengal in l league; Score: 1-0 in favour of Mohun Bagan; Scorer: Balwant Singh at the 47th minute; Man of the match: Bagan’s goal keeper Debjit Majumder 

Ans:-

MOHUN BAGAN SCORE DERBY VICTORY
-By Debabrata Maiti 

Kolkata, April 4: Mohun Bagan’s 1-0 win over East Bengal at the Salt Lake Stadium on Saturday consolidated the green and maroon’s position at the top of the l-league table. Balwant Singh’s 47th minute strike helped Bagan to ensure their victory. The man of the match was, however, not the lone scorer but the Bagan goalie, Debjit Majumder. His performance under the bar gave an answer to anything and everything East Bengal threw at him. Outstanding, brilliant! Well, you may run short of adjectives to describe Debjit’s unbelievable performance. No wonder, it was a lucky win for the boys of the green and maroon brigade, for they scored off the one and only chance coming their way. For East Bengal, they can only blame their misfortune for failing to beat Debjit. 

ডার্বিতে মােহনবাগানের জয়লাভ
—দেবব্রত মাইতি দ্বারা

কলকাতা, এপ্রিল ৪: শনিবার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত মােহনবাগান বনাম ইস্টবেঙ্গলের খেলায় ১-০ গােলে মােহনবাগানের জয়লাভ সবুজ মেরুনের আইলীগ টেবিলের শীর্ষে থাকার ব্যবস্থা আরও সুদৃঢ় করল। খেলার ৪৭ মিনিটের মাথায় বলবন্ত সিং-এর করা গােলের সুবাদে মােহনবাগান জয়লাভ করে। অবশ্য, খেলার একমাত্র গােল করা খেলােয়াড় নয়, মােহনবাগানের গােলরক্ষক দেবজিত মজুমদার ম্যান অভ দ্য ম্যাচ নির্বাচিত হন। গােল পােস্টের নীচে দাঁড়িয়ে তার এই কৃতিত্ব ছিল তার বিরুদ্ধে করা ইস্টবেঙ্গলের প্রতিটি আক্রমণের জবাব। দুর্দান্ত, চমৎকার! অবিশ্বাস্য কৃতিত্ব বর্ণনা করতে গিয়ে উপযুক্ত বিশেষণ কম পড়ে যেতে পারে। সবুজ মেরুন দলের ছেলেদের কাছে ওই জয় যে খুব সৌভাগ্যের ব্যাপার সেটা কোনাে আশ্চর্যের নয়, কারন যে একটি মাত্র সুযোগ তারা পেয়েছিল সেটিতেই তারা গোল করতে পেরেছিল। ইস্টবেঙ্গল যে দেবজিতকে পরাস্ত করতে পারেনি সেজন্য তারা তাদের দুর্ভাগ্যকেই কেবল দোষারােপ করতে পারে।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment