Write a report on Cartoonist R. K. Laxman Admitted To Hospital on the basis of the following points: [নীচের সূত্রগুলির ভিত্তিতে একটি প্রতিবেদন লেখাে:]
Points: Place: Pune; Date: 20 January, Person: Eminent Cartoonist R. K. Laxman; What happened: Admitted to Dinanath Mangeshkar Hospital; Condition: Critical urinary tract infection, kidney failure, multi-organ failure; Name of the doctor: Surgeon Dhananjay Kelkar
Ans:-
CARTOONIST R. K. LAXMAN CRITICAL IN HOSPITAL
-By U.K. Thakre
Pune, January 20: Rasipuram Krishnaswami Laxman, the eminent cartoonist remains in a critical condition after being admitted to Dinanath Mangeshkar Hospital yesterday. He was admitted for urinary tract infection and kidney failure. The 94-year-old Laxman has been put on ventilator support and is undergoing dialysis at the hospital. The hospital sources said, “Laxman was admitted to our hospital around 10 p.m. yesterday. His condition has been extremely critical since his admission.” The Medical Director of the hospital, Surgeon Dhananjay Kelkar said, “R. K. Laxman had severe urinary tract infection following which he developed kidney failure, sepsis and then multi-organ failure. He has other underlying medical conditions like diabetes and hypertension. He had suffered a stroke some years ago.
কার্টুনিস্ট লক্ষ্মণ হাসপাতালে সংকটাপন্ন
-ইউ কে ঠাকরে দ্বারা
পুনা, জানুয়ারি ২০: রসিপুরম কৃস্বামী লক্ষ্মণ, বিখ্যাত কাটুনিস্ট, গতকাল দীননাথ মঙ্গেশকর হাসপাতালে ভরতি হওয়ার পর বর্তমানে অবস্থা খুব সংকটজনক। মূত্রনালীতে সংক্রমণ এবং কিডনি স্বাভাবিকভাবে কাজ করতে না পারার কারণে তাকে হাসপাতালে ভরতি করা হয়েছিল। ৯৪ বছর বয়সি লক্ষ্মণকে হাসপাতালে ভেন্টিলেশানে রাখা হয়েছে এবং তার ডায়ালিসিস চলছে। হাসপাতাল সূত্র অনুযায়ী “গতকাল রাত দশটার সময় লক্ষ্মণকে আমাদের হাসপাতালে ভরতি করা হয়েছিল। ভরতির সময় থেকেই তার অবস্থা অত্যন্ত সংকটজনক।” হাসপাতালের মেডিক্যাল ডাইরেক্টর সার্জন ধনঞ্জয় কেকার বলেন, “আর. কে. লক্ষ্মণের মূত্রনালীতে মারাত্মক সংক্রমণ রয়েছে আর এর কারণেই কিডনি ঠিকমতাে কাজ করছে না, বিষক্রিয়া ছড়িয়ে পড়েছে এবং বহু অঙ্গ বিকল হয়ে পড়েছে। এছাড়াও আগে থেকেই তার ডায়াবেটিস ও উচ্চরক্তচাপের সমস্যা রয়েছে। কয়েকবছর আগে তার একবার স্ট্রোকও হয়েছিল।”
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।