Write a report on collection drive

Write a report on collection drive on the basis of the following points: [নীচের সূত্রগুলির ভিত্তিতে অর্থসংগ্রহ অভিযান এর উপর একটি প্রতিবেদন লেখাে:]

Points: Date: 9 July; Place: Baranagar; Who: Club members; Did what: Made arrangement for a collection drive to help the recent cyclone affected people of Sunderbans 

Ans:-

COLLECTION DRIVE FOR VICTIMS OF JULIA
—By a staff reporter 

Baranagar, July 9: The cyclonic storm Julia wreaked havoc in West Bengal killing several people and rendering many others homeless. Yesterday the members of Sahajatri Club launched a collection programme to help the victims of Julia. Fifty club members participated in it. A big procession was taken out in the locality with banners and placards appealing to the people to contribute generously. The club secretary informed that a sum of Rs. 50,000 and a huge quantity of foodgrains and clothes were among the collections. These will be sent to the victims through the Chief Minister’s Relief Fund. The response from the people of the locality was praiseworthy. It again goes to prove that the people of Kolkata have hearts of gold. 

জুলিয়া ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে অর্থসংগ্রহ অভিযান
—স্টাফ রিপাের্টার দ্বারা 

বরানগর, জুলাই ৯: জুলিয়া সাইক্লোন বহু মানুষের মৃত্যু ঘটিয়ে এবং আরও অসংখ্য মানুষকে গৃহহারা করে পশ্চিমবঙ্গের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করেছে। গতকাল সহযাত্রী ক্লাবের সদস্যরা জুলিয়া ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে একটি সংগ্রহ অভিযান শুরু করেছিল। পঞ্চাশ জন ক্লাব সদস্য এতে অংশগ্রহণ করেছিলেন। এলাকার লােকেদের কাছে সাধ্যমতাে সাহায্যের আবেদন জানিয়ে লেখা প্ল্যাকার্ড ও ব্যানার সহযােগে বিশাল শােভাযাত্রা বের হয়েছিল। ক্লাবের সম্পাদক জানিয়েছেন যে, প্রায় ৫০ হাজার টাকা এবং প্রচুর পরিমাণে খাদ্যশস্য ও কাপড়চোপড় সংগৃহীত হয়েছে। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের মাধ্যমে এগুলি দুর্গতদের কাছে পাঠানাে হবে। এলাকার মানুষজনের এধরনের সাড়া দেওয়া প্রশংসার দাবি রাখে। এতে আরও একবার প্রমাণিত হল যে কলকাতার মানুষের হৃদয়ে সােনার খনি রয়েছে।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment