Write a report on the downpour that choked your city. You should take the help of the points given: [জনজীবন স্তব্ধ করে দেওয়া প্রবল বৃষ্টিপাতের ওপর একটা প্রতিবেদন লেখাে। নীচে দেওয়া সূত্রগুলির তুমি সাহায্য নিতে পার:]
Points: Place: Kolkata; Date: 5 and 6 September, 2015; Incident: Heavy downpour; Result: Roads submerged, vehicles unable to ply, office-goers ənd school children affected; Cause: Depression in the Bay of Bengal; Steps taken: Water pumps pressed into service to remove water
Ans:-
HEAVY DOWNPOUR PARALYSES LIFE IN KOLKATA
-By a staff reporter
Kolkata, September 7: A heavy downpour over the past 48 hours has paralysed normal life in Kolkata. It has caused waterlogging in different parts of Central Kolkata and a few parts of North and South Kolkata. The roads have become submerged under water. Daily commuters, especially office-goers and school children, are finding it difficult to wade through knee-deep water and reach their destinations. Most of the vehicles have stopped plying. The people on the roads are suffering from great hardship as the few buses plying are over-crowded. The Kolkata Municipal Corporation has pressed many water pumps into service to remove the water. According to Alipore Weather Department, the rainfall is the result of a depression in the Bay of Bengal. It has predicted more rains in the next few days.
প্রবল বর্ষণে কলকাতার জনজীবন স্তন্ধ
-স্টাফ রিপাের্টার দ্বারা
কলকাতা, সেপ্টেম্বর ৭: বিগত ৪৮ ঘণ্টার প্রবল বৃষ্টিপাতে কলকাতার স্বাভাবিক জনজীবন স্তব্ধ হয়ে গেছে। এর ফলে মধ্য কলকাতার বিভিন্ন অংশ এবং উত্তর ও দক্ষিণ কলকাতার কোনাে কোনাে জায়গা জলমগ্ন হয়ে পড়েছে। রাস্তাঘাট জলে ডুবে গেছে। নিত্যযাত্রীরা, বিশেষত অফিসযাত্রী ও স্কুলের পড়ুয়ারা হাঁটু জলের মধ্যে দিয়ে গন্তব্যস্থলে পৌঁছােতে বিশেষ অসুবিধার সম্মুখীন হচ্ছে। অধিকাংশ যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। যে গুটিকয়েক বাস চলছে সেগুলির বাদুড়ঝােলা অবস্থার কারণে রাস্তায় অপেক্ষমাণ লোকেরা খুবই অসুবিধা ভােগ করছেন। জল সরানাের জন্য কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন বহু পাম্প চালিয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের মতে, বঙ্গোপসাগরের ওপর জমা নিম্নচাপের কারণে এই বৃষ্টিপাত। দফতরের অনুমান, আগামী কয়েকদিন আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।