Write a report on the farewell ceremony of a teacher

Write a report on the farewell ceremony of a teacher on the basis of the following points: [নীচের সূত্রগুলির ভিত্তিতে একজন শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের ওপর একটি প্রতিবেদন লেখাে:] 

Points: Name of the teacher: Mr Ramen Banerjee, School: Adarsha Siksha Niketan; Opening speech: By the school secretary; Respect shown: By the teachers and the students; Speech: By the retired teacher, Headmaster, End: National anthem

Ans:- 

A FAREWELL CEREMONY TO REMEMBER

-By Ritabrata Panda 

Kolkata, August 24: The farewell ceremony of Sri Ramen Banerjee, a well-loved English teacher of Adarsha Siksha Niketan, was held yesterday. in an appropriate manner. After 38 years of invaluable service, the respected teacher bade adieu to his colleagues and dear students. The ceremony started at 5 p.m. in the school auditorium. It began with a speech by Mr Debdut Chatterjee, the school secretary. Then the students and teachers paid their due respect to the departing teacher with gifts and bouquets of flowers. Thereafter, the English teacher delivered his farewell speech describing his years of service at the institution. His speech revealed his love and affection for the students. In his concluding speech, the Headmaster also showered lavish praises on the teacher’s role in educating the pupils in an innovative and friendly way. The ceremony came to an end with the national anthem sung by the students of the school. 

একটি মনে রাখার মতাে বিদায় সংবর্ধনা

—ঋতব্রত পাণ্ডা দ্বারা 

কলকাতা, আগস্ট, ২৪: গতকাল আদর্শ শিক্ষা নিকেতনের সর্বজনপ্রিয় ইংরেজির শিক্ষক শ্রী রমেন ব্যানার্জির বিদায় সংবর্ধনা যথাবিহিতভাবে অনুষ্ঠিত হয়েছে। ৩৮ বছর ধরে অমূল্য সেবার পর শ্রদ্ধেয় শিক্ষক তার সহকর্মী ও প্রিয় ছাত্রদের বিদায় জানিয়েছেন। বিকেল ৫টায় বিদ্যালয় প্রেক্ষাগৃহে অনুষ্ঠানটি শুরু হয়েছিল। বিদ্যালয়ের সম্পাদক, দেবদূত চ্যাটার্জির ভাষণ দিয়ে এটি শুরু হয়। তারপরে ছাত্র ও শিক্ষকরা বিদায়ী শিক্ষককে উপহার ও পুষ্পস্তবক দিয়ে যথাযথ সম্মান প্রদর্শন করেন। এর পর তার বিদায়ী ভাষণে ইংরেজির শিক্ষক প্রতিষ্ঠানটিতে তার কর্মজীবনের বর্ণনা দেন। বক্তৃতায় ছাত্রদের প্রতি তার স্নেহ-ভালােবাসা প্রকাশ পেয়েছিল। প্রধান শিক্ষক তার বক্তৃতায় শিক্ষক মশাইয়ের নতুন নতুন বন্ধুত্বপূর্ণ উপায়ে ছাত্রদের শিক্ষা দেওয়ার ভূয়সী প্রশংসা করেন। বিদ্যালয়ের ছাত্রদের গাওয়া জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment