Write a ‘thank you’ letter to your friend for her wonderful birthday gift to you

Write a ‘thank you’ letter to your friend for her wonderful birthday gift to you. [তােমার জন্মদিনে সুন্দর উপহার দেওয়ার জন্য বন্ধুকে ধন্যবাদ জানিয়ে চিঠি লেখাে।]

Ans:-

Own address …….
Date …….

Dear Asmita, You can’t imagine how happy I was to receive the beautiful birthday gift you sent me. I yearned for a bicycle for long and you just seem to have read my mind. This proves the depth of our friendship. But we really missed you. It was a great celebration. Everyone had a great time at the party. Your gift is really a very useful one as I can go to school riding on it. It will save my time and money. When are you visiting us? I am eager to meet you soon. Thanks again for your wonderful birthday gift.

Yours lovingly,
Ruma

STAMP
Asmita Sengupta
23 Sodepur Station Road
Kolkata-700087

প্রিয় অস্মিতা, তুই কল্পনাও করতে পারবি না যে তাের পাঠানাে জন্মদিনের সুন্দর উপহার পেয়ে আমি কতটা খুশি হয়েছি। দীর্ঘদিন ধরেই আমি মনে মনে একটা সাইকেলের জন্য ব্যাকুল ছিলাম, আর তুই আমার মনের কথাটা কেমন করে জেনে ফেলেছিস। এতেই প্রমাণিত হয় আমাদের বন্ধুত্বের গভীরতা কতখানি। কিন্তু তাের অনুপস্থিতিতে তাের অভাব আমরা অনুভব করেছিলাম। অনুষ্ঠানটা খুব জমে গিয়েছিল। প্রত্যেকেই অনুষ্ঠান ভালােভাবে উপভােগ করেছে। তাের উপহারটা সত্যিই খুব দরকারি কারণ এতে চড়ে আমি স্কুলে যেতে পারব। এতে আমার সময় এবং অর্থ দুইই সাশ্রয় হবে। কবে তুই আমাদের এখানে আসছিস? তােকে দেখার জন্য আমি উৎসুক হয়ে পড়েছি।
জন্মদিনে তাের চমৎকার উপহারের জন্য আরও একবার ধন্যবাদ জানাই।

তাের ভালােবাসার, 
রুমা

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment