“ভাবি, আচ্ছা, আমি যদি যীশুখ্রীষ্টের আগে জন্মাতাম” প্রাবন্ধিক তাহলে কিভাবে কলম তৈরি করতেন

উত্তর:

প্রাবন্ধিক শ্রীপান্থ (নিখিল সরকার) তাঁর “হারিয়ে যাওয়া কালি কলম” প্রবন্ধে কালি কলমের প্রতি নিজের আজান্ম ভালবাসার কথা বর্ণনা করতে গিয়ে প্রদত্ত মন্তব্যের অবতারণা করেছেন। প্রাবন্ধিক জানিয়েছেন, তিনি যদি যীশু খ্রীষ্টের আগে জন্মাতেন তবুও কলমের প্রতি তার নাড়ির টানে বিন্দুমাত্র ছেদ পড়তো না। এপ্রসঙ্গে তিনি কিছু সম্ভাবনার কথা বলেছেন, যথা –

নলখাগড়ার কলম : যদি তিনি ভারতের বদলে প্রাচীন মিশরে জন্ম নিতেন । বাঙালি না হয়ে যদি তিনি হতেন প্রাচীন সুমেরিয়ান বা ফিনেশিয়ান । তবে তিনি বাঁশের কঞ্চির বদলে নীল নদীর তীর থেকে তুলে নেওয়া নলখাগড়াকে ভোঁতা করে তুলি তৈরি করতেন কিংবা সূচালো করে কলম তৈরি করে লিখতেন।

হাড়ের কলম : ফিনিশীয় হলে তিনি হয়তো বন-প্রান্ত থেকে একখণ্ড হাড় কুড়িয়ে নিয়ে, সেটাকেই বানিয়ে নিতেন নিজের কলম।

ব্রোঞ্জের শলাকা : তিনি যদি রোম সাম্রাজ্যের অধীশ্বর জুলিয়াস সিজার হতেন তবে তিনি তার কারিগরিদের দিয়ে তৈরি করিয়ে নিতেন ব্রোঞ্জের শলাকা বা স্টাইলাস।

এই সূত্রেই প্রাবন্ধিক আমাদের কলম সম্পর্কে কিছু চমকপ্রদ তথ্যও জানিয়েছেন। যথা –

ক। জুলিয়াস সিজার স্টাইলাস দিয়েই কাসকাকে হত্যা করেছিলেন।

খ। চীনারা চিরকাল তুলি দিয়েই লিখে এসেছে।

এভাবেই প্রাবন্ধিক সুকৌশলে খ্রিস্টপূর্বাব্দ থেকে খ্রিস্টাব্দ পর্যন্ত কলমের সুদীর্ঘ ইতিহাসের ধারাবাহিক বিবরণ পাঠকের দরবারে তুলে ধরেছেন।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment