পরিবেশ বলতে কি বোঝো? পরিবেশ শিক্ষার উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করো।

পরিবেশ বলতে কি বোঝো? পরিবেশ শিক্ষার উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করো।

উত্তর:-

পরিবেশ কথাটি এসেছে ইংরেজি ‘Environment’-শব্দ থেকে। ‘Environ’ কথাটির অর্থ হল ঘিরে থাকা। তাই পরিবেশ কথার সাধারণ অর্থ হলো ‘যা পরিবেষ্টন করে থাকে বা ঘিরে থাকে’।

শিক্ষা বিজ্ঞানের দৃষ্টিভঙ্গিতে পরিবেশে হলো ব্যক্তির চারপাশে অবস্থিত সেই সকল উপাদান, ঘটনা, প্রতিষ্ঠান, মানুষসহ বিভিন্ন প্রাণীর সমাবেশ যা কোনো না কোনো ভাবে ব্যক্তিকে উদ্দীপিত ও প্রভাবিত করে এবং যার দ্বারা তার ব্যক্তিসত্তার বিকাশ নির্ধারিত হয়।

উদ্দেশ্য: ভারতবর্ষ একটি উন্নয়নশীল দেশ। পরিবেশকে যথেচ্ছ ভাবে ব্যবহার করে সমাজ ও সভ্যতাকে উন্নত করার প্রচেষ্টা এখানে লক্ষণীয়, আবার পরিবেশকে সুরক্ষিত রাখতে না পারলে সভ্যতার বিপর্যয় অনিবার্য। তাই ভারতে পরিবেশ শিক্ষার ওপর বিশেষ ভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে —

1) মানুষের মধ্যে প্রকৃতি প্রেমের জাগরণ ঘটানো।

2) পরিবেশ সম্পর্কে মানুষকে বিশেষ ভাবে সচেতন করা।

3) মানুষকে পরিবেশের প্রয়োজনীয়তা সম্পর্কে অবহিত করা।

4) পরিবেশকে দূষণ মুক্ত রাখার জন্য সমস্ত স্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানানো।

5) জীবের প্রতি মানুষের ভালোবাসা জাগানো।

6) পরিবেশের অবক্ষয় বন্ধ করা।

7) মানুষের মধ্যে কর্মদক্ষতা বৃদ্ধি করা এবং পরিবেশের ক্ষতি না করে নিজের ও সমাজের উন্নতি করা।

8) পরিবেশ শিক্ষার মধ্য দিয়ে আমাদের মুল্যবোধ জাগ্রত করা।

9) পরিবেশ শিক্ষার মধ্য দিয়ে আমাদের সামাজিক, অর্থনৈতিক ও নৈতিক পরিবেশকে উন্নত করা।

10) প্রাকৃতিক বিপর্যয়ের মোকাবিলা করা ও বিপর্যয় প্রতিরোধ করার কৌশল আয়ত্ত করা।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment