Class 6 Geography – পরিবেশ ও ভূগােল Model Activity Task Part 7 October Answer PDF

Class 6 Geography (পরিবেশ ও ভূগােল) Model Activity Task Part 7 October

Class 6 geography model activity task part 7 answer key, Class 6 model activity task part 7 answers, Class 6 model activity task part 7 geography, Class 6 geography model activity task part 7 wbbse, Class 6 poribesh o bhugol model activity task part 7 pdf download, west bengal board Class 6 model activity task part 7 with answers pdf, Class 6 model activity task part 7 youtube

West Bengal Board Class 6 Geography (পরিবেশ ও ভূগােল) Part 7 Model Activity Task Solution in Bengali. New Model Activity Task of Class 6 October Answers PDF Download

মডেল অ্যাক্টিভিটি টাস্ক PART 7, OCTOBER 2021

CLASS – 6, ষষ্ট শ্রেণি

বিষয়ঃ  পরিবেশ ও ভূগােল (GEOGRAPHY)


১. বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখাে : 

১.১ ঠিক জোড়াটি নির্বাচন করাে—

 ক ) এক্সোস্ফিয়ার – মেঘের উপস্থিতি 

খ ) ভূত্বক – পরিচলন স্রোত 

গ ) সমুদ্রের জল – পৃথিবীর মােট জলের তিন শতাংশ 

ঘ ) বিশ্ব উয়ায়ন – মরুভূমির প্রসার 

উত্তর: ঘ ) বিশ্ব উয়ায়ন – মরুভূমির প্রসার 

১.২ আন্টার্কটিকার স্থায়ী বাসিন্দা পেঙ্গুইনের প্রধান খাদ্য হলাে— 

ক) সীল

খ ) তিমি 

গ ) ক্রিল 

ঘ ) অ্যালবাট্রস ।

উত্তর: গ ) ক্রিল

 ১.৩ সূর্যরশ্মির যে অংশ পৃথিবীর বায়ুমণ্ডলকে উত্তপ্ত না করে সরাসরি মহাশূন্যে ফিরে যায় তাকে বলে—

 ক ) পার্থিব বিকিরণ 

খ ) কার্যকরী সৌর বিকিরণ 

গ ) ইনসােলেশন 

ঘ ) অ্যালবেডাে 

উত্তর: ঘ ) অ্যালবেডাে 

১.৪ ক্রান্তীয় পূর্ণমােচী উদ্ভিদের একটি উদাহরণ হলাে—  

ক ) ফার 

খ ) ক্যাকটাস 

গ ) পলাশ । 

ঘ ) গরান 

উত্তর: গ ) পলাশ ।

২ . একটি বা দুটি শব্দে উত্তর দাও

২.১ পৃথিবীর বাইরের শক্ত আবরণ কী নামে পরিচিত ? 

উত্তর: পৃথিবীর বাইরের শক্ত আবরণ ভূ – ত্বক নামে পরিচিত।

 

২.২ ‘আন্টার্কটিকা’ শব্দটির অর্থ কী ?

উত্তর: ‘আন্টার্কটিকা’ শব্দটির অর্থ হলাে উত্তরের বিপরীত।

 ২.৩ কোন গােলার্ধে সমােষ্ণরেখাগুলি পরস্পর থেকে দূরে অবস্থান করে ?

উত্তর: দক্ষিণ গােলার্ধে সমােষ্ণরেখাগুলি পরস্পর থেকে দূরে অবস্থান করে।

 ২.৪ ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কোনটি ? 

উত্তর: ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হলাে কন্যাকুমারিকা।

৩. সংক্ষিপ্ত উত্তর দাও : 

৩.১ ‘ বায়ুমণ্ডলই পৃথিবীতে জীবনধারণের অনুকুল তাপমাত্রা বজায় রাখে’— বক্তব্যটির যথার্থতা বিচার করাে । 

উত্তর:  দিনের বেলা সূর্যের তাপে পৃথিবী উত্তপ্ত হয় আর রাতের বেলা ঐ তাপ ধীরে ধীরে বেরিয়ে যায় । বায়ুমণ্ডল না থাকলে সূর্যাস্তের পর হঠাৎ ভীষণ ঠান্ডা আর সূর্যোদয়ের পর হঠাৎ প্রবল গরম হয়ে যেত পৃথিবী । বায়ুমণ্ডলের জন্যই পৃথিবীতে জীবনধারণের অনুকূল তাপমাত্রা বজায় থাকে ।

৩.২ আন্টার্কটিকার জলবায়ুর দুটি বৈশিষ্ট্য উল্লেখ করাে । 

উত্তর: উত্তর : আন্টার্টিকার জলবায়ুর দুটি বৈশিষ্ট্য হল – 

১. শীতলতম অঞ্চল : আন্টার্টিকা মহাদেশ পৃথিবীর শীতলতম জলবায়ু অঞ্চল । শীতকালে তাপমাত্রা – 40 ডিগ্রি সেলসিয়াস থেকে – 75 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায় । 

২. মেরুজ্যোতি : মে থেকে আগস্ট মাস পর্যন্ত আকাশে সূর্য দেখা যায় না , ফলে 24 ঘন্টাই অন্ধকার থাকে । এই সময় মাঝে মাঝে আকাশে রামধনুর রং এর মত আলাের ছটা বা মেরুজ্যোতি দেখা যায় । 

৪. নীচের প্রশ্নটির উত্তর দাও :

৪.১ পৃথিবীর তাপমণ্ডলের একটি চিহ্নিত চিত্র অঙ্কন করাে । 

উত্তর:

৫. নীচের প্রশ্নটির উত্তর দাও : 

৫.১ কী কী উপায়ে মাটি সংরক্ষণ করা যেতে পারে বলে তুমি মনে করাে ?

উত্তর: উত্তর : মৃত্তিকা সংরক্ষণের উপায় গুলি হল – 

১. বনভূমি সৃষ্টি – উদ্ভিদের শিকড় এক দিকে যেমন মৃত্তিকাকে শক্ত করে আঁকড়ে ধরে থাকে , অন্যদিকে মৃত্তিকা ক্ষয় নিবারন করে । তাই বনভূমি নষ্ট না করে প্রয়ােজন মতাে নতুন বনভূমি সৃষ্টি করে মৃত্তিকা ক্ষয় রােধ করা যায় । 

২. ধাপ চাষ – পার্বত্য অঞ্চলে পাহাড়ের ঢাল বরাবর সিঁড়ির মতাে ধাপ কেটে চাষ করার অন্যতম পদ্ধতি হল ধাপ চাষ । এই ধাপ চাষের ফলে পাহাড়ের ঢাল বরাবর বৃষ্টির জল অতি দ্রুত নিচে গড়িয়ে যেতে পারে না বলে মৃত্তিকা ক্ষয় কম হয় । 

2 MB

Class 6 Bangla (বাংলা) Model Activity Task Part (October)

Class 6 Math (গণিত) Model Activity Task Part (October)

Class 6 ENGLISH (ইংরেজি) Model Activity Task Part (October)

Class 6 History (ইতিহাস) Model Activity Task Part (October)

Class 6 Science (পরিবেশ ও বিজ্ঞান) Model Activity Task Part (October)

Class 6 স্বাস্থ্য ও শারীরশিক্ষা Model Activity Task Part (October)

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment