উদ্ভিদের চলন কাকে বলে? উদ্ভিদের উদ্দীপক নিয়ন্ত্রিত চলনের প্রকারভেদ লেখো।

উদ্ভিদের চলন কাকে বলে? উদ্ভিদের উদ্দীপক নিয়ন্ত্রিত চলনের প্রকারভেদ লেখো। Class 10 | Life Science (জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্নয়) | 5 Marks

উত্তর:-

উদ্ভিদের চলন: যে প্রক্রিয়ায় উদ্ভিদ বিভিন্ন উদ্দীপকের প্রভাবে বা স্বতঃস্ফূর্তভাবে এক স্থানে স্থির থেকে তার দেহের কোনাে অংশ সঞ্চালন করে, তাকে উদ্ভিদের চলন বলে। 

উদ্ভিদের ক্ষেত্রে চলন হল সাড়াপ্রদানের একটি মাধ্যম। প্রায় সমস্ত উদ্ভিদের ক্ষেত্রে চলন দেখা যায়। তবে কিছু নিম্নশ্রেণির উদ্ভিদের ক্ষেত্রে সমগ্র উদ্ভিদেহের বা দেহাংশের সামগ্রিকভাবে স্থান পরিবর্তন ঘটে বা গমন ঘটে। 

উদ্ভিদের উদ্দীপক নিয়ন্ত্রিত চলনের প্রকারভেদ: উদ্দীপক নিয়ন্ত্রিত উদ্ভিদ চলন প্রধানত তিনপ্রকার, যথা—ট্যাকটিক চলন, ট্রপিক চলন এবং ন্যাস্টিক চলন। এই তিনপ্রকার চলনের মধ্যে ট্যাকটিক চলন হল সামগ্রিক চলন এবং ট্রপিক ও ন্যাস্টিক চলন হল বক্ৰচলন।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment