আলাে ও অভিকর্ষ বল উদ্ভিদের চলনকে কীভাবে নিয়ন্ত্রণ করে

আলাে ও অভিকর্ষ বল উদ্ভিদের চলনকে কীভাবে নিয়ন্ত্রণ করে Class 10 | Life Science (জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্নয়) | 5 Marks

উত্তর:-

আলাে ও অভিকর্ষ বল দ্বারা উদ্ভিদের চলন নিয়ন্ত্রণ: উদ্ভিদচলন নিয়ন্ত্রণকারী দুটি অন্যতম উদ্দীপক হল আলাে ও অভিকর্ষ বল। নীচে এই দুটি উদ্দীপকের ভূমিকা উল্লেখ করা হল। 

আলাের দ্বারা উদ্ভিদের চলন নিয়ন্ত্রণ: উদ্ভিদ-অঙ্গের ট্রপিক চলন আলােক উৎসের দিক-নির্ভর হয়। এই ধরনের চলনকে আলােকবর্তী চলন বা ফোটোট্রপিজম বলে। উদ্ভিদের কাণ্ড ও শাখাপ্রশাখা আলাের উৎসের দিকে বৃদ্ধি পায়। তাই উদ্ভিদের কাণ্ডকে আলােক-অনুকূলবর্তী বলে। অপরদিকে, উদ্ভিদের মূল আলােক-উৎসের বিপরীত দিকে বৃদ্ধি পায়, তাই মূলকে আলােক-প্রতিকূলবর্তী বলে। উদ্ভিদের পাতা আলােকউৎসের সাথে লম্বভাবে বৃদ্ধি পায়, তাই এদের আলােক-তির্যকবর্তী বলা হয়। অক্সিন নামক উদ্ভিদ হরমােন এই ধরনের চলন নিয়ন্ত্রণ করে। এ ছাড়া Chlamydomonas (ক্ল্যামাইডােমােনাস), Volvox (ভলভক্স) প্রভৃতি নিম্নশ্রেণির উদ্ভিদের ক্ষেত্রে আলােক-উৎসের অভিমুখে সামগ্রিক স্থান পরিবর্তন ঘটে, যা ফোটোট্যাকটিক চলন নামে পরিচিত। আবার, আলাের তীব্রতার দ্বারাও উদ্ভিদ চলন নিয়ন্ত্রিত হয় এবং এইপ্রকার চলনকে ফোটোন্যাস্টিক চলন বলে। পদ্ম, সূর্যমুখী প্রভৃতি ফুলের তীব্র আলােতে ফোটা ও সূর্যাস্তের সাথে সাথে বুজে যাওয়া এই ধরনের ফোটোন্যাস্টিক চলনের উদাহরণ। 

অভিকর্ষ বল দ্বারা উদ্ভিদের চলন নিয়ন্ত্রণ: অভিকর্ষ বলের প্রভাবে উদ্ভিদঅঙ্গের চলনকে অভিকর্ষবৃত্তীয় চলন বা জিওট্রপিজম বলে। উদ্ভিদের মূল অভিকর্ষের দিকে এবং বিটপ অভিকর্ষের বিপরীত দিকে ধাবিত হয়। এই কারণে মূলকে অভিকর্ষ-অনুকূলবর্তী ও কাণ্ডকে অভিকর্ষ প্রতিকূলবর্তী বলা হয়। এ ছাড়া, উদ্ভিদের পার্শ্বীয় মূল পৃথিবীর ভরকেন্দ্র বা অভিকর্ষের উৎসের সাথে লম্বভাবে বৃদ্ধি পায়, তাই এদের অভিকর্ষ তির্যকবর্তী বলা হয়। এইপ্রকার চলনেও অক্সিনের ভূমিকা অপরিসীম।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

1 thought on “আলাে ও অভিকর্ষ বল উদ্ভিদের চলনকে কীভাবে নিয়ন্ত্রণ করে”

Leave a Comment