অক্সিনের সংজ্ঞা লেখাে। অক্সিনের বৈশিষ্ট্যগুলি কী? Class 10 | Life Science (জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্নয়) | 5 Marks
উত্তর:-
অক্সিন: উদ্ভিদের অগ্রস্থ ভাজক কলা থেকে উৎপন্ন নাইট্রোজেনযুক্ত (ইনডােল বর্গযুক্ত) অম্লধর্মী বৃদ্ধি সহায়ক যে উদ্ভিদ হরমােন, মুলত নিম্নাভিমুখে পরিবাহিত হয় এবং উদ্ভিদের বৃদ্ধিকে ত্বরান্বিত করে, তাকে অক্সিন বলে।
অক্সিনের বৈশিষ্ট্য: অক্সিন হরমােনের বৈশিষ্ট্যগুলি নীচে সংক্ষেপে আলােচনা করা হল।
1) অক্সিন উদ্ভিদের বৃদ্ধিতে সহায়তাকারী একপ্রকার হরমােন।
2) এটি প্রধানত কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন নিয়ে গঠিত একপ্রকার জৈব অ্যাসিড।
3) ট্রিপটোফ্যান নামক অ্যামিনাে অ্যাসিড থেকে অক্সিন সংশ্লেষিত হয়।
4) এটি উদ্ভিদের বর্ধনশীল অঙ্গ, প্রধানত ভ্রূণমুকুলাবরণী, কাণ্ড ও মুলের অগ্রন্থ ভাজক কলা থেকে উৎপন্ন হয়ে ফ্লোয়েম কলার মাধ্যমে সাধারণত নিম্নাভিমুখে পরিবাহিত হয়। তবে মুলের অগ্রভাগে উৎপন্ন অক্সিন নীচ থেকে কিছুটা ওপরের দিকে পরিবাহিত হয়।
5) এই হরমােনের সংশ্লেষ সাধারণত আলােক উৎসের বিপরীতে হয়।
6) এর ক্রিয়া প্রধানত মেরুবর্তী এবং এটি ক্রিয়ার পর ধ্বংসপ্রাপ্ত হয়।
7) এটি জলে দ্রবণীয় হওয়ার ফলে ব্যাপন ক্রিয়ার মাধ্যমে সহজেই পরিবাহিত হয়।
8) আলােকের উৎসের বিপরীতে অর্থাৎ অন্ধকারে অক্সিনের ক্রিয়া সর্বাধিক।
9) মূলের ক্ষেত্রে স্বল্প ঘনত্বে এবং কাণ্ডের ক্ষেত্রে তুলনামূলকভাবে অধিক ঘনত্বে অক্সিন কাজ করে।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।