উদ্ভিদ হরমােনের সাধারণ বৈশিষ্ট্যগুলি লেখাে

উদ্ভিদ হরমােনের সাধারণ বৈশিষ্ট্যগুলি লেখাে Class 10 | Life Science (জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্নয়) | 5 Marks

উত্তর:-

উদ্ভিদ হরমােনের বৈশিষ্ট্য: উদ্ভিদ হরমােনের বিভিন্ন বৈশিষ্ট্যগুলি নিম্নরূপ।

1) উৎস: উদ্ভিদের কাণ্ড ও মূলের অগ্রভাগে উপস্থিত ভাজক কলার কোশগুলি উদ্ভিদ হরমােনের অন্যতম প্রধান উৎসস্থল। এ ছাড়া বীজপত্র, মুকুলিত কচি পাতা, ভ্রূণমূল, ভ্রূণমুকুল, বর্ধনশীল পাতার কোশ থেকেও হরমােন ক্ষরিত হয়। 

2) পরিবহণের ধরন: উদ্ভিদ হরমােনগুলি উৎপত্তি স্থানের নিকটবর্তী ও দূরবর্তী স্থান উভয় অঞ্চলেই কার্যকরী হয়। উদ্ভিদ হরমােন উৎসস্থল থেকে প্রধানত ব্যাপন প্রক্রিয়ায় সংবহন কলার মাধ্যমে কার্যস্থলে পরিবাহিত হয়। 

3) কাজ: অগ্র ও পার্শ্বীয় বৃদ্ধি, ফুলের পরিস্ফুটন, বীজের অঙ্কুরােদগম, মুকুলােদগম, সংবেদনশীলতা, জরারােধ প্রভৃতিতে হরমােন সাহায্য করে।

4) পরিণতি: কাজের পর উদ্ভিদ হরমােনগুলি বিনষ্ট হয়। বিভিন্ন হরমােন বিভিন্ন উৎসেচক বা অন্য কোনাে শর্তের প্রভাবে বিনষ্ট হয়। যেমন, অক্সিন হরমােনটি আলাের প্রভাবে বা ইনডােল অ্যাসিটিক অ্যাসিড অক্সিডেজ নামক উৎসেচকের ক্রিয়ায় বিনষ্ট হয়। জিব্বেরেলিন, জিব্বেরেলিন অক্সিডেজের ক্রিয়ায় ও সাইটোকাইনিন, সাইটোকাইনিন অক্সিডেজের ক্রিয়ায় বিনষ্ট হয়।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment